04/05/2024 : 7:09 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনায় বিনামূল্যে সবজিবাজার চতুর্থ সপ্তাহ

আলেক শেখঃ পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের  কালনা বিজ্ঞানকেন্দ্রর বিনামূল্যে সবজিবাজার চতুর্থ সপ্তাহে পড়লো। রবিবার কালনা শহরের  এই সবজিবাজার থেকে  দুই শতাধিক পরিবারকে  বিভিন্ন রকমের সবজি বিনামূল্যে দেওয়া হয়।  আরো কিছু সবজি   চলাফেরা করতে অক্ষম ব্যক্তিদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। আয়োজক  সংস্থার  অন্যতম কর্মকর্তা রামকৃষ্ণ নাগ  জানান– দীর্ঘ লকডাউন, আমফান, কালবৈশাখী ঝড় সাধারণ মানুষ অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত।   কাজ নেই, রোজগার নেই। তাই মহাসংকটে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই উদ্যোগ।  মানুষের যতদিন এইরকম সংকট থাকবে, ততদিনই এই কর্মসূচি অব্যাহত রাখার চেষ্টা করবে আমাদের সংস্থা।

Related posts

বিজেপির মেমারি থানা ঘেরাও

E Zero Point

ভয়ঙ্কর গতিতে বৃদ্ধি পাচ্ছে পূর্ব বর্ধমানে করোনা আক্রান্ত

E Zero Point

নদীভাঙ্গন গ্রাসে কাবাডি গ্রাম কালিনগর

E Zero Point

মতামত দিন