27/06/2025 : 6:38 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মা মনসা মন্দির উদ্বোধন মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ১৬ সেপ্টেম্বর ২০২২:


মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত বেলুই গ্রামে মনসা মন্দির আনুমানিক ১৮০বছরের পুরাতন। বেলুই গ্রামে পূজা কমিটির ব্যবস্থাপনায়, বেলুই মনসাতলা নিউ স্টার ক্লাবের উদ্যোগে নবরূপে শ্রী শ্রী মা মনসা মন্দির উদ্বোধন করা হলো আজ ৩০ শে ভাদ্র।


প্রত্যেক বছর ভাদ্র মাসের শেষ দিন অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন বাৎসরিক মনসা পুজো হয়।পুজোকে ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা হয় বলে জানালেন কমিটির তরফ থেকে।


নবরূপে এই মন্দির নির্মাণ করতে আনুমানিক ৭ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলেও জানালেন এবং সকলের সহযোগিতায়। আজ সেই উপলক্ষে মন্দিরের ফিতে কেটে উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী ব্যঞ্জনা দাস ।মন্দির প্রাঙ্গনে বিশেষ পূজা পাট, হোম যজ্ঞ আয়োজন করা হয়েছে। এই পুজোকে ঘিরে  ৮ থেকে  ৮০ সকলে আনন্দে সামিল হয়েছেন।


এই মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পুরোহিত জগন্নাথ চক্রবর্তী, পুজো কমিটির ম্যানেজার শীতল হাজরা, কোষাধক্ষ্য হরেন সাহা, ক্লাব সভাপতি কার্তিক পাল, ক্লাব সদস্য সমীর হাজরা কাজল পাল সহ সকল ভক্তবৃন্দ।

Related posts

দেশ বাঁচাওয়ের আওয়াজ কালনা মহকুমায়

E Zero Point

৭২ তম প্রজাতন্ত্র দিবস পালন মন্তেশ্বরে

E Zero Point

মঙ্গলকোটের বনপাড়া জনকল্যাণ সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

E Zero Point

মতামত দিন