25/04/2024 : 10:10 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

করোনা আপডেট পূর্ব বর্ধমানঃ আক্রান্ত ৪৩ জন, সুস্থ ৪৪ জন, দেখুন কোথায় কোথায় আক্রান্ত হয়েছে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, পূর্ব বর্ধমান, ১০ অগাষ্ট, ২০২০:


পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৪৩ জন। সোমবার নতুন করে ৪৩ জনের কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে এবং মৃত্যু হয়েছে ০৩ জনের। জেলায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৪৪৪ জন। এই ১৪৪৪ জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১০৪৬ জন।
রবিবার নতুন করে ৪৫ জনের কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। আজ সুস্থ হয়েছেন ৩৯ জন।
এই ৪৩ জনের মধ্যে বর্ধমান পৌরসভা – ১১, বর্ধমান১- ৩, বর্ধমান২- ১, ভাতার-৩, কালনা পৌরসভা-১, খন্ডঘোষ-১, গলসী১ – ১, গলসী২ -১, মেমারি১ -৫, কাটোয়া১ – ১, কাটোয়া পৌরসভা-১, কালনা২ – ২, কেতুগ্রাম১ -১০, মঙ্গলকোট -১, মন্তেশ্বর-১, জন আক্রান্ত হয়েছেন।

 

Related posts

বেআইনি জুয়ার আসরের প্রতিবাদ করায় এবার তৃণমূলের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হামলা

E Zero Point

‘আগমনীর আহ্বান, পরিচ্ছন্ন পূর্ব বর্ধমান’ কর্মসূচী মেমারি শহরে

E Zero Point

বেআইনি মদ উদ্ধার মেমারিতে

E Zero Point

মতামত দিন