01/05/2024 : 11:27 PM
ই-জিরো পয়েন্টকুইজপ্রতিযোগিতা

পৌরাণিক সাহিত্য ও কাহিনীতে রথঃ কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-৪০ (সপ্তম সপ্তাহ)


কুইজের খোঁজ খবরঃ ৪০

আজ জগন্নাথদেবের পুনর্যাত্রা, মাসির বাড়ি থেকে ভগবান ফিরবেন স্বগৃহে। চলতি কথায় আমরা একে উল্টোরথ বলি। রথের ব্যবহার পৌরাণিক সাহিত্যে ও গল্পে প্রচুর। এইরকমই কিছু রথের কথা থাকল আজকের কুইজে।

আজকের বিষয়ঃ পৌরাণিক সাহিত্য ও কাহিনীতে রথ

১। কোন দেবতার রথের পতাকার নাম গরুড়ধ্বজা?
– বিষ্ণু

২। মহাভারতে অর্জুনের রথের পতাকায় কে অবস্থান করেন বলে এর নাম কপিধ্বজ?
– হনুমান

৩। রাহুর রথে কয়টি ঘোড়া আছে?
– ৮টি

৪। সূর্যের রথের সারথি কে?
– অরুণ

৫। ব্রহ্মার রথ টেনে নিয়ে যায় কারা?
– রাজহংস

৬। পুষ্পক রথ কে তৈরি করেন?
– বিশ্বকর্মা

৭। শিবের ব্যবহৃত রথের নাম কি?
– ত্রিপুরজিৎ

৮। রাবণকে বধ করার জন্য কে রামচন্দ্রকে রথ দেন?
– দেবরাজ ইন্দ্র

৯। কর্ণের রথের সারথি কে ছিলেন?
– মদ্ররাজ শল্য

১০। জগন্নাথ – বলরাম – সুভদ্রার রথে কতজন পার্শ্বদেবতা থাকেন?
– প্রতি রথে ৯ জন


পাঠকের জন্য প্রশ্নঃ


মহাভারতের বিবরণ অনুসারে এক অক্ষৌহিণী সৈন্যবাহিনীতে কতগুলি রথ থাকত?

নিয়মাবলীঃ

১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিন প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ১২টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে (দৈনিক কুইজ প্রতিযোগিতার ক্ষেত্রে)
রবিবাসরীয় ও ছোটদের প্রতিযোগিতার সময়সংক্রান্ত নিয়ম সেই দিনে দেওয়া হবে।


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি

ওয়াটসঅ্যাপ 7797331771


জিরো পয়েন্ট কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিস্তারিত তথ্যঃ

১) দৈনিক কুইজ প্রতিযোগিতা ( সোম থেকে শুক্রবার)
প্রতিদিন বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্যের সাথে শেষে পাঠকের জন্য একটি প্রশ্ন থাকবে তার উত্তর দিতে হবে।

২) ছোটদের কুইজ প্রতিযোগিতা (শুধু মাত্র শনিবার)
শনিবারে শুধুমাত্র শিশু-কিশোরদের জন্য সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতা

৩) রবিবাসরীয় কুইজ প্রতিযোগিতা (রবিবার)
সোম থেকে শুক্রবার কুইজের খোঁজ খবর থেকে বাছাই করা ১০ টি প্রশ্ন রবিবারে দেওয়া হবে

৪) প্রতিদিন দুপুর ১২টায় কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা ওয়েবসাইটে প্রকাশ করা হবে
https://ezeropoint.net/news/category/e-zero-point/competition.


কুইজ প্রতিযোগিতা-৩৯ – উত্তর


প্রশ্নঃ প্রশান্ত চন্দ্র মহলানবীশ কবে ভারতের দ্বিতীয় সর্ব্বোচ্চ নাগরিক সম্মান পদ্ম বিভূষণ পুরস্কার পান?
উত্তরঃ – ১৯৬৮

সঠিক উত্তরদাতা

মোঃ ইজাজ আহামেদ, মুর্শিদাবাদআব্দুল বাসেত,  দক্ষিণ চব্বিশ পরগণাসোনালী সেন কাবাসি, রসুলপুর, পূর্ব বর্ধমানসুস্মিতা দাস, রসুলপুর পুর্ব বর্ধমান।স্নেহাশীয় আর্চাযী, পাহাড়হাটী, পূর্ব বর্ধমানপাহাড়হাটী শিশু তীর্থ কেজি স্কুলসাগ্নিক কুমার ভুঁই, বাঁকুড়াসকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা



সঞ্চালকঃ অপূর্ব কুমার সু (মোবাইল- ৯৪৭৭০০৫৮৭৯)


 

 

Related posts

অনলাইনে নজরুল জয়ন্তীঃ সম্প্রীতির নজরুল – তৃতীয় পর্ব

E Zero Point

জিরো পয়েন্ট কুইজ প্রতিযোগিতাঃ সাপ্তাহিক বিজয়ী ডঃ সায়ন ভট্টাচার্য

E Zero Point

Protected: জিরো পয়েন্ট সাংবাদিক প্রসেনজিৎ দেবনাথ

E Zero Point

মতামত দিন