29/03/2024 : 10:11 AM
আমার দেশ

এক রাষ্ট্র এক রেশন কার্ডঃ নভেম্বর পর্যন্ত গরিবদের বিনামূল্যে খাদ্য দেওয়া হবে ঘোষণা প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদনঃ আনলক ওয়ানের শেষ দিনে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। করোনা পরিস্থিতি নিয়ে ভাষণের শুরুতেই তিনি বলেন, এখন সর্দি কাশি হওয়ার সময়। সবাই নিজের যত্ন নেবেন। বিশ্বের অন্য দেশের তুলনায় ভারতের অবস্থা ভাল। সঠিক সময়ে নেওয়া সঠিক সিদ্ধান্ত- যেমন লকডাউন, জেরে কয়েক লক্ষ মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। তবে আনলক ওয়ান শুরু হওয়ার পর মাস্ক পরা, সামাজিক দূরত্ব নিয়ে কিছুটা গাফিলতি দেখা গিয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে প্রধানমন্ত্রী এদিন সাফ জানান, দেশের প্রধান হোক বা গ্রামের প্রধান কেউই নিয়মের উর্ধ্বে নন, সকলকেই মাস্ক পরিধান করতে হবে।

তিনি জানান যে, প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় গত তিন মাসে ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে। বর্ষায় আমাদের দেশে কৃষিকাজ বেশি হয়। আবার জুলাই থেকে একের পর এক উৎসব আসে। এইসব কথা মাথায় রেখে  দশহরা, দীপাবলী ও ছটপূজার জন্য নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়া হবে। পাশাপাশি, এক রাষ্ট্র এক রেশন কার্ড ব্যবস্থার কথাও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

 

Related posts

সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ৪ মে থেকে

E Zero Point

কোভিড-১৯ মহামারীর প্রভাব

E Zero Point

বদলে যাচ্ছে পোস্ট অফিসের নিয়ম, না জানলে হতে পারে লোকসান

E Zero Point

মতামত দিন