06/05/2024 : 8:08 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

মঙ্গলকোট হাসপাতালে চিকিৎসাধীন মূক ও বধির ফিরতে চান বাড়িতে

আমিরুল ইসলামঃ দীর্ঘ একমাস যাবৎ মঙ্গলকোট ব্লক হাসপাতালে ভর্তি রয়েছেন এক মূক ও বধির ভবঘুরে। হাসপাতাল সূত্রে খবর ১ মাস আগে ওই মূক ও বধির অসুস্থ অবস্থায় পড়েছিল নতুনহাট বাজারে। স্থানীয় কিছু যুবক তাকে হাসপাতালে ভর্তি করে। এরপর হাসপাতালে কর্মরত ডাক্তারবাবু ও নার্সরা তাকে দীর্ঘ একমাস যাবত সেবা-যত্ন করে আসছেন। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ রয়েছেন। মঙ্গলকোট হাসপাতালে ভর্তি থাকা মূক বধির সংবাদ মাধ্যমের  সামনে হাত জোড় করে বাড়ি ফিরতে চান জানান ইশারায় ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সংবাদ মাধ্যম এর মাধ্যমে যদি উনি বাড়ি ফিরতে পারেন তাহলে আমরা সকলে ধন্য হবো।
মঙ্গলকোট ব্লক স্বাস্থ্য আধিকারিক জুলফিকার আলী জানান, কোন ব্যক্তি যদি ওর নাম পরিচয় জানতে পারেন তাহলে অতিসত্বর মঙ্গলকোট ব্লক হাসপাতালে যোগাযোগ করবেন। কারণ উনি মুখ বধির হওয়ায় ওনার বাড়ি বা ঠিকানা জানা যায়নি এখনো।

Related posts

নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচী

E Zero Point

তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান মেখলিগঞ্জে

E Zero Point

বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্যের হাত ধরে মেমারিতে তৃণমূলে যোগদান

E Zero Point

মতামত দিন