28/04/2024 : 6:47 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কাজ ফিরিয়ে দেওয়ার দাবিতে স্বাস্থ্যকর্মীদের স্মারকলিপি কালনা মহকুমা শাসককে

আলেক শেখঃ কালনা মহকুমা শাসককে সোমবার স্মারকলিপি দিলেন  সদ্য ছাঁটাই হওয়া  প্রকল্পের ৯৫ জন
স্বাস্থ্যকর্মী। ২০১৬ সাল থেকে কাজ করে আসা এই কর্মীদের দাবি করোনা আবহে তাদের কাজ ফিরিয়ে দেওয়া হোক।  কালনা মহকুমা শাসক আশ্বাস দিয়ে বলেন– আমার উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো। মনিপ্রভা ভাদুরী,  পিওকী পান্ডে, রুমা গোস্বামী, বিপাশা ব্যানার্জি প্রমুখরা জানান–আমরা ২০১৬ সাল থেকে কালনা পৌরসভায়  ডেঙ্গুর সুপারভাইজার পদে বহাল আছি।  আমরা সবাই প্রশিক্ষণ প্রাপ্ত। এমনকি  গত ৩০  শে জুন অনলাইনে প্রশিক্ষণও নিই। সিদ্ধান্ত হয় আমরা পুরানো স্বেচ্ছাসেবকদের নিয়ে ডেঙ্গির কাজ শুরু করবো। এমনকি করোনা ভাইরাসে মানুষের সচেতনতা বাড়াতে এই স্বেচ্ছাসেবকদের নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে নিঃস্বার্থভাবে কাজ করেছি।

কিন্তু গত ৭ ই জুলাই সকলের অজ্ঞাতসারে পুরানো ৯ জন সুপার ভাইজার ও ৮৬ জন স্বেচ্ছাসেবককে বাদ দেওয়া হয়। পাশাপাশি অপ্রশিক্ষনপ্রাপ্ত নতুনদের নিয়োগ করে ডেঙ্গির কাজ শুরু করে দেওয়া হয়। তাঁরা আরো বলেন– রাজ্যের মুখ্যমন্ত্রী  ঘোষণা করেছেন করোনা আবহে কোন কর্মীকে ছাঁটাই বা তার বেতন বন্ধ করা যাবেনা।   তা সত্বেও কালনা পৌরসভার প্রশাসক আমাদের ছাঁটাই করে আমাদের কাজ কেড়েছেন। আমরা চাই আমাদের কাজ ফিরিয়ে দেওয়া হোক। কালনা পৌরসভার প্রশাসক দেবপ্রসাদ বাগ বলেন– ওদের কোন নিয়োগপত্র নেই আর তা ছাড়া ঠিকমত কাজ করতেন না। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related posts

কালনা শহর জীবাণুমুক্ত করার কর্মসূচি 

E Zero Point

ক্লাব উদয়নের দুর্গাপুজো উদ্বোধনে পৌর প্রশাসক স্বপন বিষয়ী

E Zero Point

ভালোবাসার দিনে মানবতার নিদর্শন

E Zero Point

মতামত দিন