06/05/2024 : 12:13 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনা মহাকুমার যুব কর্মসূচি সফলে সভা আনুখালে

আলেক শেখ, কালনা, ১৪ জুলাইঃ কালনা মহাকুমার যুব কর্মসূচি  সফল করার আহ্বান জানিয়ে মঙ্গলবার একটি সভা অনুষ্ঠিত হয়। আনুখালে  অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন–  অরুণাভ চক্রবর্তী, গৌতম হালদার, বিকাশ বাগ প্রমূখ। সভা পরিচালনা করেন  পীযূষ  চ্যাটার্জী।  উল্লেখ্য কর্মসংস্থান,  শ্রমজীবীদের বিদ্যুৎ বিল মুকুব, করোনার পরীক্ষা বৃদ্ধি, ১০০ দিনের কাজ চালু,  পেট্রোল-ডিজেলের দাম কমানো,  স্বাস্থ্যবিধি মেনে পর্যাপ্ত বাস চালানো,  পরিযায়ী শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান,  সরকারি বেসরকারি ক্ষেত্রে কর্মী ছাঁটাই চলবে না প্রভৃতি দাবিতে বুধবার  জমায়েত অবস্থান-বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করবে  যুবরা।  ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন-এর  পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে  বুধবার ব্যাপক জমায়েত হবে কালনার  বৈদ্যপুর মোরে। সেখান থেকে মিছিল শুরু হয়ে শহর  পরিক্রমার পর  কালনা মহকুমা শাসক দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হবে।   এই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে এদিন কার সভায় বক্তারা বলেন–যুবদের ওই কর্মসূচি ব্যর্থ করার চেষ্টা করা হবে। কিন্তু সব চেষ্টাই  ব্যর্থ হয়ে যাবে সাধারণ মানুষের অংশগ্রহণে।  দাবিগুলো আদায়ে ওই কর্মসূচিতে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ জরুরী। তাই সমস্ত স্তরের  মানুষের প্রতি ওই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে।

Related posts

আম গবেষণা কেন্দ্র পরিদর্শনে জে পি নাড্ডা

E Zero Point

রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ খারিজের প্রতিবাদে মেমারিতে বিক্ষোভ, পথ অবরোধ

E Zero Point

মেমারির বোহার-কাশিপুরে করোনা আক্রান্তের সন্ধান

E Zero Point

মতামত দিন