17/05/2024 : 1:20 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

মঙ্গলকোটে বজ্রাঘাতে মৃত্যু

পরাগ জ্যোতি ঘোষ, মঙ্গলকোট, ১৩ জুলাইঃ আজ মঙ্গলকোটে জাল পাড়ায় দুপুর দুটো চল্লিশ মিনিটে কৃষি জমিতে কাজ করা অবস্থায় মৃত্যু হল বছর 45 এর এক ব্যক্তির ।ওই ব্যক্তির নাম ক্ষ্যাপা বৈরাগ্য ।কৃষিজমিতে আল বাধার কাজ করছিল ওই ব্যক্তি ।হঠাৎ বৃষ্টি শুরু হবার আগেই শুকনো মেঘেই বজ্রাঘাত। সঙ্গে সঙ্গে মারা যান ঐ ব্যক্তি ।ওই ব্যক্তি স্থানীয় এক রেশন ডিলারের কাছে কাজ করতেন। তার পরিবারে তার স্ত্রী এবং দুটি মেয়ে আছে। একটি মেয়ের বিবাহ হয়েছে আর অপরটি বিবাহ আগামীকাল নির্দিষ্ট ছিল ।মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। ইদানিং বজ্রাঘাতে মৃত্যু দারুণভাবে বেড়ে গেছে মঙ্গলকোটে ।প্রসঙ্গত উল্লেখ্য দুদিন আগেই চাষের জমিতে কাজ করতে গিয়ে মারা যান সুশান্ত মন্ডল নামে এক ব্যক্তি উনিয়া গ্রামে ।প্রকৃতির নির্মম প্রতিশোধে দিশাহারা স্থানীয় লোকজন ।করোনার উপরে ও রয়েছে অপ্রতিরোধ্য কেউ ।আঘাত কোথায় কখন কিভাবে নামবে কেউ জানে না মন্তব্য এলাকাবাসীর ।ক্ষ্যাপা বৈরাগ্যর দেহটি বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।

Related posts

জালনোটের মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড সিটি সেশন কোর্টে

E Zero Point

সাত বছরের নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ

E Zero Point

একুশে জুলাইঃ তৃণমূল কংগ্রেসের কর্মী বৈঠক

E Zero Point

মতামত দিন