03/05/2024 : 11:06 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমগড়াহুগলি

মগরা খন্ডের আকনা অঞ্চলের হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা, মগরা, ১৮ জুলাইঃ


রক্তদান জীবন দান। রক্তদানের মাধ্যমে সুস্থ স্বাভাবিক একজন মানুষ কোনরকম আর্থিক দায়ভার ছাড়াই অপর একজন প্রয়োজনে মানুষকে সাহায্য করতে পারেন। কিন্তু করনা মহামারীর কারণে মানুষের মধ্যে এক অদ্ভুত ভয়ের সঞ্চার হয়েছে রক্তদান বিষয়ে।তাছাড়াও লকডাউন এর ফলে রক্তদান শিবিরের সংখ্যা ভীষণ কম। এই পরিস্থিতিতে হুগলি জেলার, মগরা খন্ডের, আকনা অঞ্চলের হিন্দু জাগরণ মঞ্চ শনিবার, স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে।আকনা ইউনিয়ন হাই স্কুলে, লায়ন্স ক্লাব অফ পান্ডুয়ার সহযোগিতায় আয়োজিত এই শিবিরে ৬০জন রক্তদাতার রক্ত দান করেন।

রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ পান্ডুয়ার সম্পাদক মুন্সী হাসান, সভাপতি সৌরিশ মন্ডল, অ্যাডমিনিস্ট্রেটর লায়ন মানিক চন্দ্র দাস, হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণবঙ্গের সাংগঠনিক মন্ত্রী তাপস বারিক,সম্পাদক উত্তম অধিকারি, মানষ ঘোষ, মানস মন্ডল, পীযূষ ব্যানার্জি সহ হিন্দু জাগরণ মঞ্চের অন্যান্য নেতাকর্মীরা।

Related posts

তৃণমূলের অত্যাচারে মেমারির অসহায় পরিবার জেলা শাসকের কাছেঃ হাতে জাতীয় পতাকা নিয়ে বর্ধমানের রাস্তায় গড়াগড়ি

E Zero Point

গ্যাস পাইপলাইনের কাজঃ কৃষি জমির ধান নষ্ট করার অভিযোগ মেমারিতে

E Zero Point

রোগ থেকে মুক্তি পেতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

E Zero Point

মতামত দিন