জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, বর্ধমান, ১৫ নভেম্বর ২০২২:
চোলাই মদ তৈরির সময় হাতেনাতে এক ব্যক্তিকে পাকড়াও করল পূর্ব বর্ধমান জেলার রায়না থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ২০ লিটার মদ সহ, চোলাই মদ তৈরীর সময় ধরা হয় অভিযুক্ত ব্যক্তিকে। অভিযুক্ত চোলাইকারবারিকে গ্রেফতার করে রবিবার অর্থাৎ ১৩ই নভেম্বর বর্ধমান আদালতে পেশ করে রায়না থানা পুলিশ।
রায়না থানার পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত্রি নাগাদ নাড়ুগ্রাম অঞ্চলের নাড়ুগ্রাম পন্ডিত পাড়ায় অভিযান চালিয়ে কুড়ি লিটার চোলাই মদ সহ সঞ্জয় সিং নামে এক চোলাই মদ কারবারিকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত চলাই মদ কারবারি দীর্ঘদিন যাবত পুলিশের নজরে এড়িয়ে নিজের বাড়িতে অবৈধ চোলাই মদের কারবার চালিয়ে যাচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা যায়।
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে অভিযান চালায় রায়না থানার পুলিশ। আগামীতেও অবৈধ চোলাই মদের বিরুদ্ধে এইরূপ নজরদারি থাকবে বলে জানান, রায়না থানার অফিসার ইনচার্জ সৈকত মন্ডল।