10/05/2024 : 11:26 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

তেলকল শ্রমিকের ছেলে মাধ্যমিকে বিদ্যালয়ের মধ্যে প্রথম হয়ে দেবীপুরের মুখ উজ্জ্বল করলো

সত্যনারায়ন সিকদার, দেবীপুর, ২০ জুলাইঃ


বাবা গোপাল দত্ত তেল কলের শ্রমিক ও মা গৃহিনী। এ বছর ছেলে মাধ্যমিক পরীক্ষায় ৬৫২ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে এলাকায়। মেমোরি ১ নম্বর ব্লকের দেবীপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় বাড়ি চন্দন দত্তের। এবছর সে দেবীপুর স্টেশন হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষার সর্বপ্রথম হয়ে এলাকার মুখ উজ্জ্বল করেছে। চন্দনের প্রাপ্ত নম্বর বাংলা় – ৯৩ , ইংরেজি- ৯০ , অংক – ১০০ , জীবন বিজ্ঞান – ৯৮, ভৌত বিজ্ঞান – ৯৬ , ইতিহাস – ৮৬ , ভূগোল – ৯৫। বাবা পেশায় তেল কলের শ্রমিক, কোন রকমে সংসার চালান । খুবই কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে চন্দনকে । পড়াশুনার ক্ষেত্রে মা তাকে সাহায্য করেছে বলে জানিয়েছে চন্দন। আগামী দিনে ডাক্তার হতে চায় সে। তার এই সাফল্যের জন্য বাবা মা এবং বিদ্যালয়ের শিক্ষকদের অবদানের কথা জানিয়েছে চন্দন ।আগামী দিনে উচ্চশিক্ষায় শিক্ষা পড়াশোনার জন্য সরকারি সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার।

Related posts

রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার ব্যবসায়ী

E Zero Point

বড় দুর্ঘটনা থেকে রক্ষাঃ মেমারিতে পার্কের দেওয়ালে লরির ধাক্কা

E Zero Point

বঙ্গধ্বনি যাত্রায় গরহাজির খোদ কালনার বিধায়কই

E Zero Point

মতামত দিন