16/04/2024 : 10:46 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি থানা থেকে করোনা সংক্রমণ রুখতে সচেতনতা ট্যাবলো

নূর আহামেদ, মেমারি, ২০ জুলাইঃ


পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, গোটা বর্ধমান জেলা জুড়ে চলছে ট্যাবলোর মাধ্যমে প্রচার, এই প্রচারে মূল উদ্দেশ্য থাকছে যেভাবে করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে-  পুলিশ, প্রশাসন, সাংবাদিক, ডাক্তার থেকে শুরু করে আর কেউ বাদ নেই সবাইকেই এই রোগে আক্রান্ত হতে হচ্ছে, সাধারণ মানুষের পরিষেবা দিতে দিতে নিজেরাও এখন আক্রান্ত হচ্ছেন, তাই সাধারণ মানুষ যদি সচেতন থাকে তাহলে তাদের পরিষেবা দেবার মত অনেকটাই চাপ কমে যাবে, নিজেরাও যেমন বেঁচে থাকবে প্রশাসন বেঁচে থাকবে সাধারণ মানুষও।


আজ মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জীর তত্বাবধানে এই প্রচার ট্যাবলো মেমারি শহরের প্রতিটি রাস্তায় ঘুরে ঘুরে প্রচার করে। সেফ ড্রাইভ সেভ লাইভ, করোনাভাইরাস থেকে বাঁচার জন্য নানান বিধি নিয়ম নিয়ে এই প্রচারাভিযান করা হয়।

Related posts

ঘুম উড়েছে চন্দননগরের আলোক শিল্পীদের

E Zero Point

মঙ্গলকোটের ধারসোনা গ্রামে রাস্তা দখল করে আছে বালি, পাথর, অবিলম্বে সরানোর দাবি

E Zero Point

কালনায় ডেপুটেশনে বিতর্কিত মন্তব্য রাজ্যের বিজেপি সহ সভাপতির

E Zero Point

মতামত দিন