02/05/2024 : 2:56 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

পূর্বস্থলীতে মৃতদেহ পোড়ানো নিয়ে পুলিশ ঘেরাও, ক্ষোভ

আলেক শেখ, পূর্বস্থলী, ১৯ জুলাইঃ


গোপনে  করোনা আক্রান্ত মৃতদেহ পড়ানোয় পুলিশগাড়ি ঘেরাও করে  দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। শেষে তাদের অভিযোগ উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার আশ্বাস দিয়ে পুলিশ ঘেরাও মুক্ত হয়। ঘটনাটি ঘটে পূর্বস্থলী-২ নং পঞ্চায়েত সমিতির কমলনগর ঘাটে।  ঘটনার বিবরণ দিয়ে স্থানীয় বাসিন্দারা জানান– গত বৃহস্পতিবার রাতের অন্ধকারে পুলিশ ৬/৭ করোনা আক্রান্ত মৃতদেহ নিয়ে আসে। কমলনগর খেয়াঘাটের অনতিদূরে ফাঁকা ভাগীরথী নদীর পাড়ে  গোপনে মৃতদেহগুলি পুড়িয়ে দিয়ে পুলিশ  চলে যায়। আরো অভিযোগ–যেখানে মৃতদেহগুলি পোড়ানো হয়েছে সেখান থেকে অনতি দূরেই রয়েছে কমলনগর নদী পানীয় জলপ্রকল্প। সেই জলপ্রকল্পের পাশেই ভেসে উঠেছে আধপোড়া মৃতদেহ। ফলে সেইদিন থেকে এলাকার মানুষ জলপ্রকলের পানীয় পান করছেন না।  রাতের অন্ধকার হলেও  বিষয়টি কোন কোন স্থানীয় বাসিন্দাদের তা নজর আসে।

শুক্রবার সকাল হতেই সমস্ত স্থানীয় বাসিন্দারা তা জেনে যায়।  ক্ষোভ ছড়াতে শুরু করে, পাশাপাশি চলে সকলে সংগঠিত হওয়ার কাজও। শনিবার বিকালে  পূর্বস্থলী থানার একটি পুলিশ  গাড়ি কমলনগর ঘাটে কাজে আসে। সেই পুলিশ গাড়ি ঘেরাও করে স্থানীয়দের বিক্ষোভ শুরু হয়। বেগতিক দেখে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে চলে আসে। পুলিশ বাহিনী এসেও বাসিন্দাদের বিক্ষোভ আটকাতে সক্ষম হয়নি বলে সূত্রের খবর।  শনিবার অধিক রাত পর্যন্ত ঘেরাও চলার পর শেষে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার আশ্বাসে ঘেরাওমুক্ত হয় পুলিশ। স্থানীয় বাম বিধায়ক প্রদীপ কুমার সাহা বলেন– রাতের অন্ধকারে ফাঁকা নদীপাড়ে গোপনে একটি পানীয় জলপ্রকলের পাশে এই রকমভাবে মৃতদেহ পোড়ানো হলো। এতে মানুষের ক্ষোভ হওয়াটাই স্বাভাবিক।  সেটাই হয়েছে কমলনগর ঘাটে।

Related posts

আত্মা প্রকল্পে মৎস্য চাষীদের জাল ও হাঁড়ি প্রদান জামালপুরে

E Zero Point

অসুস্থ হনুমানের বাচ্ছা উদ্ধার

E Zero Point

সাপ্তাহিক লকডাউনের প্রথম দিনে হুগলি বর্ধমান বর্ডার এলাকায় পুলিশের নাকা চেকিং

E Zero Point

মতামত দিন