26/04/2024 : 6:54 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনা বিজ্ঞান কেন্দ্রের বিনামূল্যে সবজিবাজার

আলেক শেখ, কালনা, ১৯ জুলাইঃ


পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের  কালনা বিজ্ঞানকেন্দ্রর বিনামূল্যে সবজিবাজার রবিবার সপ্তম সপ্তাহে পড়লো। এদিনকার কালনা শহরের  এই সবজিবাজার থেকে  দুই শতাধিক রিকশা চালক, বিড়িশ্রমিক  এবং প্রতিবন্ধী পরিবারকে  বিভিন্ন রকমের সবজি বিনামূল্যে দেওয়া হয়।  আয়োজক  সংস্থার  অন্যতম কর্মকর্তা রামকৃষ্ণ নাগ  জানান– দীর্ঘ লকডাউন, আমফান, কালবৈশাখী ঝড় সাধারণ মানুষ অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত। তার উপরে বর্তমানে  করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বৃদ্ধির কারনে কালনা শহরে শনিবার থেকে নতুন করে আংশিক লকডাউন  শুরু হয়েছে। ফলে    কাজ নেই, রোজগার নেই। তাই মহাসংকটে পড়া মানুষ জনের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই উদ্যোগ।  এই পরিস্থিতি যতদিন চলবে ততদিনই সংকটে পড়া মানুষজনের পাশে আমরা বিভিন্ন ভাবে থাকার চেষ্টা করবো।

Related posts

বর্ধমানের হোমের ছেলেমেয়েদের হাতে শীতবস্ত্র তুলে দিল স্বেচ্ছাসেবী সংস্হা

E Zero Point

মাতৃআগমনের দিনে পুরুষের আসুরিক রুপঃ প্রৌঢ়াকে গণধর্ষণ ভাতারে, গ্রেফতার ৪

E Zero Point

ভিনরাজ্যের শ্রমিকের মৃতদেহ উদ্ধার পূর্ব বর্ধমানে

E Zero Point

মতামত দিন