29/03/2024 : 2:10 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেধাবী সোমেশ্বর দাসকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে সংবর্ধনা

নূর আহামেদ, মেমারি, ১৯ জুলাইঃ


মেমারি থানার বাগিলা গ্রাম পঞ্চায়েতের, শশীনাড়া গ্রামের প্রাক্তন বাসশ্রমিক। বর্তমান পরিস্থিতিতে সেই কাজ থেকে কর্মচ্যুত হয়ে, মোটর ভ্যান চালক পিন্টু দাস, স্ত্রী প্রতিমা দাস, এর পুত্র সোমেশ্বর দাস । সাংঘাতিক দারিদ্র, এজবেস্টার এর চাল দুকামরার ঘর। কোন রকমে সংসার চলে। এবছর মাধ্যমিক ২০২০, শশীনাড়া উচ্চ বিদ্যালয় এর ছাত্র ৬৭৭ নম্বর পেয়ে, ১৬ তম স্থান পেয়েছে। বলা যায় সার জল ছাড়া বেড়ে ওঠা গাছ। না জানি, উপযুক্ত যত্ন পেলে কি হতে পারে! পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন জানানো হলো। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষে সোমেশ্বর দাসকে অভিনন্দন জানিয়ে সম্বর্ধনা দিলেন বর্ধমান মেডিক্যাল কলেজের রেডিওলজির বিভাগীয় প্রধান এবং বিজ্ঞান মঞ্চের কর্মি অধ্যাপক ডাক্তার মৃণাল কান্তি ঘোষ, বৈদ্যনাথ হাঁসদা, ও অমিত বিশ্বাস। একই সাথে ডাক্তার মৃণাল কান্তি ঘোষ ভবিষ্যতে সোমেশ্বর দাসকে শিক্ষা সহ সমস্ত বিষয়ে সহায়তা প্রদান করার জন্য অরূপ ফাউন্ডেশনের পক্ষ থেকে অঙ্গীকার করলেন।

Related posts

অসহায় টিবি রোগীদের দত্তক গ্রহন বর্ধমানে

E Zero Point

শ্রদ্ধায় স্মরণ অধ্যাপক সুজিত ভট্টাচার্যকে

E Zero Point

৬০০০ নিষিদ্ধ কাফ সিরাপ আটক

E Zero Point

মতামত দিন