06/05/2024 : 3:56 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি শহরে তৃণমূলের শহীদ স্মরণ

স্বদেশ মজুমদার, মেমারি, ২১ জুলাই:


শ্রদ্ধা ভক্তি সহকারে একুশে জুলাই পালন করা হল গোটা রাজ‍্যের সাথে জেলা জুড়ে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মাননীয়া মমতা ব্যানার্জি নির্দেশে সারা বাংলা জুড়ে আজ  একুশে জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে।

মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম  অফিসের সামনে, ২ নং ওয়ার্ডে  পতাকা শহীদ বেদীতে মাল‍্যদান ও পতকা উত্তোলন করেন।

মেমারি ব্লক তৃণমূল পার্টি অফিসে ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদ স্মরণ করেন। উক্ত স্মরণ সভায় উপস্থিত ছিলেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম।

এছাড়াও মেমারি কৃষ্ণবাজারে ৫নং ওয়ার্ডে জেলা তৃণমূল ছাত্র পরিষদ সহ সভাপতি মুকেশ শর্মা, মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সৌরভ সাঁতরা  ও ০৮ নং ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস কমিটির তরফ থেকে, সুলতানপুর ৩ নং ও ১৩নং  ওয়ার্ডে তৃনমুল পার্টি অফিসে শহীদ দিবস উদযাপন করা হয়।

Related posts

বিজেপি-তৃণমূলের অভিযোগ -পাল্টা অভিযোগ, আবার উত্তেজনা বর্ধমান জেলখানা মোড়ে

E Zero Point

‌শাওয়ার্মা নেশনঃ এক স্বাস্থ্য ও স্বাদের মুলুক সন্ধান

E Zero Point

খোল বাজিয়ে প্রচার বিজেপি প্রার্থীর

E Zero Point

মতামত দিন