07/05/2024 : 1:19 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

টানা বৃষ্টির কারনে বাড়ছে মহানন্দা নদীর জল

গৌরাঙ্গ বটব‍্যাল, মালদা, ২২ জুলাই:


টানা বৃষ্টির কারনে বাড়ছে মহানন্দা নদীর জল। ইতিমধ্যে লাল সংকেত জারি করেছে সেচ দপ্তরের পক্ষ থেকে। অন্যদিকে মালদা জেলার ফুলহার ও গঙ্গা নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করা হয়েছে। ইংরেজবাজার পুরসভার উপর দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদীর ৮,১২,১৩,১৪নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকা জলের তলে রয়েছে। ফলে সেখানকার বহু মানুষ বাড়ি হারা হয়ে বাঁধ রোড সংলগ্ন রাস্তার ধারে আশ্রয় নিয়েছে। এদিন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন। তিনি বলেন,ইতিমধ্যে আমি জেলা শাসকের সঙ্গে কথা বলেছি যাতে তাদের সাহায্য করা হয়। আমরাও যতটা সম্ভব সাহায্য করছি। পৌরসভা জঞ্জালের জায়গা হয়ে গেছে। ওখানে মানুষ সাহায্য পায় না। মানুষের প্রতি পৌরসভার কোন দ্বায়িত্ব নেই। করোনা থেকে ডেঙ্গু কোন কিছুতেই কাজ করছে পৌরসভা। আমরা মানুষের জন্য কাজ করি। তাই তাদের পাশে রয়েছি।

Related posts

বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তৃণমূলের যুব সভাপতি

E Zero Point

নদীভাঙ্গন গ্রাসে কাবাডি গ্রাম কালিনগর

E Zero Point

যাত্রীবোঝাই সরকারি বাসে আগুন

E Zero Point

মতামত দিন