09/05/2024 : 6:59 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মেমারি থানার মালম্বার মুদিখানা কর্মচারীর মেয়ে পাপড়ি শিক্ষিকা হতে চায়

আলেক শেখ, কালনা, ২৮ জুলাইঃ


সামান্য বেতনের মুদিখানা দোকানের কর্মচারীর মেয়ে পাপড়ি হাজরা ভালো ফল করেছে। মেমারি থানার মালম্বা গ্রামের মেয়ে  এবারকার উচ্চমাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগে ৪৯৩ তুলেছে। বিষয় ভিত্তিক নম্বর হল বাংলা-৯৯, ভূগোল–৯৯,  দর্শন-৯৭, সংস্কৃত-৯৯,  এডুকেশন-৯৯ এবং এডিশনাল বিষয় ইংরেজি-৯৪।  কালনা মহকুমার মন্তেশ্বর থানার বসন্তপুর এস এস শিক্ষানীকেতনের এই ছাত্রীর  ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ডাক্তার হওয়া। কিন্তু পরিবারের অর্থাভাবে সে বিজ্ঞান নিয়ে ভর্তি হতে পারেনি।  যার ফলে তুলনামূলক ভাবে অনেক কম খরচের কলা বিভাগে সে ভর্তি হয়ে যায়। পাপড়ি হাজরার ডাক্তার হওয়ার স্বপ্ন অকালেই ভেঙে যায়।  তাই বাধ্য হয়ে এখন সে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে।  কিন্তু সে স্বপ্নটাও ভেঙে যাওয়ার আশঙ্কা আছে অর্থাভাবে। কারন তার বাবা সুশান্ত হাজরা মুদিখানা দোকানের চলমান কর্মচারী। আজ এ দোকান কাল সে দোকানে কাজ করে বেড়ান। বাঁধাধরা তার কোন রোজগার নেই। এমত অবস্থায় পাঁপরির শিক্ষক হওয়ার স্বপ্ন সফল করতে পারে কোন সহৃদয়  ব্যক্তি বা সংস্থার আর্থিক সাহায্য।  তার কাতর আবেদনে কেউ সাহায্যের হাত বাড়িয়ে  দিলে যোগাযোগ–৭৭৯৭৭৬৬০৫৬।

Related posts

আদিবাসী পাড়ার রাস্তার দাবিতে, ধান রোপণ করে বিক্ষোভ

E Zero Point

পথশ্রী অভিযান প্রকল্পের রাস্তা শিলান্যাস বাগিলায়

E Zero Point

মধুচক্রের আসর থেকে গ্রেপ্তার দুই যুবতী সহ এক যুবক

E Zero Point

মতামত দিন