06/05/2024 : 8:54 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

স্বাস্থ্যবিধি ভঙ্গ করে মন্দিরে পুণ্যার্থীদের ভিড় পূর্বস্থলীতে

আলেক শেখ, পূর্বস্থলী, ২৮  জুলাইঃ


বহু দিনের ঐতিহ্যবাহি পূর্বস্থলী জামালপুরের বুড়োরাজের মেলা করোনা আবহে এবার বন্ধ হয়ে গেছে। কিন্তু  তাঁর পুজো আর্চা বাংলা বছরের শ্রাবণ মাস ধরে চলবে।  প্রতি  সোমবার পুজো দিতে আসছেন বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ প্রভৃতি জেলার হাজার হাজার পুণ্যার্থী।   করোনা আবহের স্বাস্থ্য  বিধির কোন নিয়মকানুন তারা মানছেন না।  দলে দলে, থ্যালাঠেলি করে কেউ কেউ মাস্ক ছাড়াই  পুজো দিচ্ছেন।  প্রশাসন  ভূমিকা নিয়ে জোরদার প্রশ্ন উঠতে শুরু করেছে। কারন ঘটনা স্থলে পুলিশ কর্মীরা উপস্থিত  থাকলেও তাঁরা নীরব দর্শক। এই ব্যাপারে স্থানীয় পূর্বস্থলী থানার পুলিশ আধিকারিক বলেন– ওখানে  মহিলা ও পুরুষদের পৃথক লাইন  করা হচ্ছে। যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে পুণ্যার্থীরা পুজো দিতে পারেন।

উনি যাই বলুন না কেন– সামাজিক দূরত্ব তো দূরে থাক,  পুরুষ ও মহিলাদের পৃথক পৃথক কোন লাইনই দেখা যাচ্ছে না বলে অভিযোগ।   পূর্বস্থলী-২  বিডিও সৌমিক বাগচী বলেন– পুলিশকে যথাযথ ভাবে নজরদারি দেওয়ার কথা বলা হয়েছে।  পূর্বস্থলী উত্তর বিধানসভার বাম বিধায়ক প্রদীপ কুমার সাহা বলেন— স্থানীয় প্রশাসন থেকে রাজ্য প্রশাসন সবাই হাত তুলে নিয়েছে।  এই সরকারের কি  করণীয় কাজ সেটাই ভুলে গেছে। তা নাহলে এই করোনা আবহে মন্দিরের দরজা খুলে দিয়ে সাধারণ মানুষকে চরম বিপদের মধ্যে নিক্ষেপ করে ?   আমাদের সাধারণ মানুষের নিকট আবেদন নিজের প্রাণ নিজে রক্ষা করুন।   কঠোর ভাবে স্বাস্থ্য বিধি  মেনে চলুন। সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন।

Related posts

পূর্বস্থলীতে নদীতে পরে গিয়ে নিখোঁজ এক ব্যাক্তি

E Zero Point

সমবায় থেকে খেলে উগলে ফেলতে হবেঃ মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী

E Zero Point

বর্ধমানে গাছ চুরি কাণ্ডে পলাতক তৃণমূল নেতা

E Zero Point

মতামত দিন