19/05/2024 : 1:59 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গ

কুলটি রোড যুব সম্প্রদায়ের উদ্যোগে আগামী ৭ই আগষ্ট রক্তদান শিবির

বিশেষ প্রতিবেদন, ২৯ জুলাইঃ “মানবতার টানে, ভয় নেই রক্তদানে” বন্ধুরা, রক্ত জীবের প্রাণধারনের এমন একটি জৈবিক উপাদান যা বীক্ষণাগারে কৃত্রিম উপায়ে তৈরী করা যায় না। পর্যাপ্ত রক্তের অভাবে ভুগতে থাকা মুমূর্ষু মানবদেহে পুনরায় প্রাণের স্পন্দন ঘটাতে পারে আপনার আমার দানকৃত কয়েক ফোঁটা রক্ত। এই করোনা আবহে আমাদের ব্লাডব্যাঙ্কগুলিতে রক্তের আকাল দেখা দিয়েছে। আমারাই পারি এই সঙ্কটথেকে মুক্তির পথ উন্মুক্ত করতে। আসুন বন্ধুরা। সমস্ত ভয় দুরে সরিয়ে এগিয়ে আসি রক্তদানে।
করোনা সংক্রান্ত সম্পূর্ণ সুরক্ষা ব্যবস্থা বজায় রেখে, সমস্তরকম সরকারী বিধিনিষেধকে মান্যতা দিয়ে , লায়ন্স ক্লাবের সহায়তায় অভিজ্ঞ ও অত্যন্ত কুশলী স্বাস্থ্যকর্মী ও ডাক্তারবাবুদের সান্নিধ্যে আগামী ৭ই আগস্ট, “কুলটি রোড যুব সম্প্রদায়” আয়োজন করতে চলেছে একটি সম্পূর্ণ সুরক্ষিত রক্তদান শিবির। এই মহতী উদ্যোগে আপনারা সকলে সামিল হোন। আপনাদের সুরক্ষা আমাদের প্রাথমিকতা।

 

Related posts

খণ্ডঘোষে দুয়ারে সরকার

E Zero Point

৭৫ তম স্বাধীনতা দিবস পালন বর্ধমানে

E Zero Point

অজয় নদের উপকূলে থানার ‘বিশেষ’ আইনজীবী

E Zero Point

মতামত দিন