জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৯ জানুয়ারি ২০২২:
৯ জানুয়ারী রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি এলাকা থেকে দুই ছাগল চোর কে গ্রেপ্তার কোরলো মেমারি থানার পুলিশ, তাদের নাম আব্দুল হান্নান, বাড়ি কলকাতার ইকবালপুর থানা এলাকায় এবং মোহাম্মদ আলী,তারও বাড়ি ইকবালপুর থানা এলাকায়।
এই দুজন ব্যক্তিকে ছাগল চুরি করার অভিযোগে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ, তাদের কাছ থেকে একটি চারচাকা গাড়ি ও পাঁচটি ছাগল পাওয়া যায়, মেমারি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় এবং তাদের ধরে ফেলে, রবিবার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদেরকে বর্ধমান আদালতে পাঠানো হয়,এলাকা থেকে আমন অসাধু ব্যক্তি গ্রেফতার হওয়ার জন্য সাধুবাদ জানাছেন এলাকাবাসী।