জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৯ জানুয়ারি ২০২২:
৯ জানুয়ারি রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লকের মেমারির আমাদপুর নিঃশঙ্ক এলাকা থেকে মারামারি করার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি নাম উত্তম পাল।
মেমারি থানায় উত্তম পালের নামে মারামারি করার অভিযোগ আসে, মেমারি থানার পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মেমারির আমাদপুর নিঃসঙ্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এবং রবিবার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পাঠানো হয়।