জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, এম.কে হিমু, মেমারি, ২৯ ডিসেম্বর ২০২২:
বৃহস্পতিবার কাটোয়ায় এক সাংবাদিক সম্মেলন করেন তৃণমূলের পূর্ব বর্ধমান জেলার সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। সেখানে তিনি পূর্ব বর্ধমান জেলার ২০ টি ব্লক কমিটি এবং ৬ টি শহর কমিটি চূড়ান্ত করেন। এদিন কাটোয়ার সাংবাদিক সম্মেলনে জেলা তৃণমূলের সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস, পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জী, খন্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, বর্ধমান শহরের কাউন্সিলার নারুগোপাল ভকত ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায় শহর কমিটিগুলি চূড়ান্ত করার সময়ে রাজ্য নেতৃত্বের পাশাপাশি জেলার সমস্ত বিধায়ক উপস্থিত ছিলেন। বিভিন্ন শহরের সভাপতিরা আগেই তাদের সুপারিশ নিজেদের প্যাডে লিখে পাঠিয়ে দিয়েছিলেন রাজ্য নেতৃত্বের কাছে। পরে সেগুলিকে অনুমোদন দেওয়া হয়।
উল্লেখ্য, এদিন বর্ধমান, গুসকরা, কালনা, কাটোয়া, দাঁইহাটের সাথে সাথে মেমারিরও শহর তৃণমূল কংগ্রেস কমিটি ঘোষিত হয়। পূর্ব ঘোষিত শহর সভাপতি স্বপন ঘোষাল ও সহ সভাপতি আশীষ দোস্তিদার ছাড়াও সাধারণ সম্পাদকের পদে জায়গা পেলেন প্রাক্তণ শহর সভাপতি ও বর্ষীয়ান তৃণমূল নেতা অচিন্ত্য চট্টোপাধ্যায়। কোষাধ্যক্ষ হয়েছেন সুনীল চৌধুরী। যদিও সহ সভাপতি আশীষ দোস্তিদারের সাথে কাউন্সিলর রণজিৎ বাগ সহ আরও দুজনকে সহ সভপতি করা হয়েছে। কাউন্সিলর ডা. চিরঞ্জীব ঘোষ সদস্য পদে স্থান পেয়েছেন।
আরও পড়ুন – ২০ টি ব্লক এবং ৬ টি শহর তৃণমূলের কমিটি চূড়ান্ত হল পূর্ব বর্ধমানে
আসুন দেখে এক নজরে দেখে নিই কে কে স্থান পেল মেমারি শহর তৃণমূল কংগ্রেসের কমিটিতে-
মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য নতুন কমিটির সকল পদাধিকারীদের অভিনন্দন জানান। তিনি বলেন, আশা করি মেমারি শহর সভাপতি স্বপন ঘোষালের নেতৃত্বে সকলে নিষ্ঠার সাথে কাজ করবেন এবং মমতা ব্যানার্জীর জনমুখী প্রকল্প গুলিকে মানুষে জন্য প্রচার করবেন এবং এখনো পর্যন্ত যারা সুবিধা পাননি তাদের সহায়তা করবেন।