29/03/2024 : 7:27 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানশক্তিগড়সাহিত্য সংবাদ

শক্তিগড় যুবগোষ্ঠীর সাহিত্যসভা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ২৯ জানুয়ারি ২০২১:


পড়ন্তবেলায় সূর্যের আলো ডুবুরি হয়ে জলের মাঝখানে অনেকটা সময় নিশ্চুপ হয়ে এক তীব্র আস্ফালন ফেলে ঠিক তেমনই পশ্চিমবঙ্গ এক অন্যতম সাহিত্য দিবাকর হিসাবে সর্বতার নির্বিশেষেও সাংস্কৃতিকতার তীব্র আস্ফালন ফেলছে এবং ফেলবে। হ্যাঁ সেরকমই একটা স্থান হল “শক্তিগড় যুবগোষ্ঠী” আয়োজিত‌ “শক্তিগড় কবিতা উৎসব ২০২১”। বিশের বিষক্ষয়ে, একুশের শুরুতেই সুস্থ সবল নতুন বছরটাকে সাহিত্যের ছটায় মঙ্গলাচরণে বাঁধলেন। ত্রয়োদশতম অর্থাৎ তেরোটি বছর এইভাবেই যুবগোষ্ঠী এইভাবেই সাহিত্যকে উত্তোলিত করছে গোটা রাজ্য জুড়ে। নূতনের মনন, যুব সমাজের চিন্তা চেতনাকে এক প্রয়াসের সর্বোত্তম আসন দিয়েছেন “শক্তিগড় যুবগোষ্ঠী।”

অনুষ্ঠানের সঞ্চালনার ছিলেন লুতুব আলী। বিশিষ্ট কবি আবু মনিরুদ্দিন চৌধুরী, বিশিষ্ট কবি শিখা সরকার, আবৃত্তি মালায় একনবিষ্ট বিশিষ্ট কবি কল্পনা রায়, মুক্তা রায়, কবি অশোক কুমার সরকার, কবি সুফী রফিক-উল ইসলাম, কবি পার্থসখা অধিকারী, কবি ডঃ সদরুল আলম, কবি শানু চৌধুরী, কবি রেহেনাজ ইয়াসমিন, কবি রীনা কুন্ডু, জিরো পয়েন্ট সাহিত্য আড্ডার সম্পাদিকা আঞ্জুমনোয়ারা আনসারী, কেয়াপাতার সহ-সম্পাদক সুমিতাভ মন্ডল, কবি সন্দীপন সরকার, কবি সুশান্ত মন্ডল, কবি আনসার আলী, কবি এবং শিল্পী সন্দীপ রায়, কবি ও গল্পকার রিয়া খাতুন, কবি সৈয়দ সেরিনা, কবি সৈয়দ মহিউদ্দিন, কবি সেখ আজিজুল, রুমা দে, সায়ন্তিকা ঘোষ ইত্যাদি প্রায় ৬০জন সাহিত্য দ্যুতিদের সমাগম অদূরে হালকা আভাসকেও সাহিত্যালোয় রঙীন করে দিগন্তকে যেন কলমের জোয়ারে ভাসাচ্ছিল। ধন্যবাদ এমন একটা উজ্জ্বল দিন, সাহিত্যভাবাপন্ন সময় “শক্তিগড় যুবগোষ্ঠী”র পক্ষ থেকে রচনা করার জন্য।।

Related posts

বাঁশ দিয়ে পিটিয়ে স্ত্রীকে নৃশংস ভাবে খুন

E Zero Point

বন্যা কবলিত মানুষের পাশে লায়ন্স ক্লাব অফ পাণ্ডুয়া

E Zero Point

শিড়রায় থেকে আদ্রাহাটি যাবার প্রধান রাস্তায় যান চলাচল বন্ধ

E Zero Point

মতামত দিন