18/04/2024 : 8:49 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

ওসির বদলে আইসি থানা হলো মঙ্গলকোট

জিরো পয়েন্ট নিউজ, পারিজাত মোল্লা, ২৯ জানুয়ারি


পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর, কালনা, নাদনঘাট ও মঙ্গলকোট থানার দায়িত্বে এবার থেকে ইনস্পেক্টর(আইসি) পদমর্যাদার অফিসার। পুলিশের সিআই(সার্কেল ইন্সপেক্টর)  এর কোন কার্যকারিতা থাকছেনা এক্ষেত্রে। পাশাপাশি সাব ইনস্পেকটরদের সংখ্যা বৃদ্ধি সহ পরিকাঠামোগত কলোবর বৃদ্ধি এবার শুধু সময়ের অপেক্ষা। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তা আরও গতিশীল হয়ে উঠবে বলে জেলা পুলিশ আশাবাদী। গত শুক্রবার মঙ্গলকোটের ‘সর্বশেষ’ ওসি হিসাবে দায়িত্ব ছেড়েছেন সাব ইনস্পেকটর মিথুন ঘোষ।পাশাপাশি অবিভক্ত বর্ধমানের একদা হেভিওয়েট পুলিশ অফিসার পিন্টু মুখার্জি ইনস্পেক্টর ( আইসি)  পদে মঙ্গলকোটের দায়িত্বে এসেছেন। বিদায়ী ওসি মিথুন ঘোষ তাঁর দেড় বছর সময়কালে মঙ্গলকোটে বেশ দাপটের সাথে আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জনসংযোগে এলাকায় সুনাম কুড়িয়েছেন। আদিবাসী ক্ষুদে পড়ুয়াদের শিক্ষায় তাদের ভরনপোষণ সহ শিক্ষকদের বেতন নিজ হাতে দিতেন।সেইসাথে আদিবাসী সহ অন্যান্য দুস্থ শিশুদের নিয়ে অজয় নদের তীরে পিকনিকের আয়োজন প্রায়শই করতেন তিনি। জেলা পুলিশ সুত্রে জানা যায়,  অতীতে ওসি পদে তৎকালীন সাব ইনস্পেকটর সঞ্জয় কুন্ডু এইরুপ কর্মকাণ্ড করে গেছেন মঙ্গলকোটের বুকে।এছাড়া ‘ফুটবলার’ ওসি প্রসেনজিৎ দত্ত এলাকায় ক্রীড়া উন্নয়নে বিশেষ মুন্সিয়ানা দেখিয়ে গেছেন মঙ্গলকোটে।
বিগত বাম আমলে প্রাণ হাতে এলাকার আইনশৃঙ্খলা সামলেছেন তৎকালীন ওসি অমিত মিত্র।এমনকি তাঁর নামে খুনের হুমকি পোস্টার পড়েছিল মঙ্গলকোটে। স্থানীয় চোর ডাকাত সহ দুস্কৃতিরা তটস্থ থাকতো ওসি অমিত মিত্রের সময়কালে।আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মঙ্গলকোটে যাতে আইনশৃঙ্খলা অবনতি না হয় সেজন্য পিন্টু মুখার্জির মত জাঁদরেল পুলিশ অফিসার কে আইসির দায়িত্ব দেওয়া হয়েছে বলে পুলিশ সুত্রে প্রকাশ।এমতাবস্থায় বিধানসভা ভোটের নির্বাচনী দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে শাসক বনাম বিরোধী দলের সংঘর্ষ হওয়ার সম্ভাবনা প্রবল মঙ্গলকোটে । বাম জমানায় বোমা গুলির লড়াই যেমন ছিল মঙ্গলকোটে।তা ফিরে আসতে পারে আসন্ন বিধানসভার প্রাক্কালে। তাই অতীতে অবিভক্ত বর্ধমানের অন্ডাল, কোকভেন, দুর্গাপুর, গলসি থানার ওসি পদে থাকা পিন্টু মুখার্জি কে ইনস্পেক্টর পদে আনা হলো মঙ্গলকোটে। এইরুপ দাবি অনেকেরই। পুলিশমহলে পিন্টু মুখার্জি বরাবরই ‘পরোপকারী’ হিসাবে পরিচিত। এছাড়া থানার সামগ্রিক উন্নয়নের বিভিন্ন নজির তাঁর রয়েছে। একুশে বিধানসভা নির্বাচন কে সামনে রেখে সেজন্য বোধহয় পিন্টু মুখার্জির মত দক্ষ পুলিশ অফিসার কে  মঙ্গলকোটের আইসি পদে আনা হলো বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Related posts

দিল্লিতে কৃষকদের আন্দোলনের সমর্থনে পূর্বস্থলী বিক্ষোভ

E Zero Point

গোঘাট থানার উদ্যোগে বিশ্ব মাদক বিরোধী দিবস পালন

E Zero Point

ঘাসফুল ছেড়ে পদ্মফুলেঃ রাজীব বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের ৫

E Zero Point

মতামত দিন