06/05/2025 : 7:52 PM
আমার বাংলাকেতুগ্রামদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

“করোনা বলে কিছু নেই”- পূর্ব বর্ধমানে কে এই কথা বললেন?

জিরো পয়েন্ট নিউজ – রাহুল রায়, কেতুগ্রাম, ৯ জানুয়ারি ২০২২:


পথে নেমে মাইকিং করছে কেতুগ্রামের বিধায়ক ও বিডিও কেতুগ্রাম থানার আইসি করোনা থেকে মানুষকে বাঁচাতে। তার সত্বেও এই কথা কিভাবে বলতে পারে সংবাদমাধ্যমের সামনে এই কথা বলাই শোরগোল পড়ে গেছে এলাকাজুড়ে। সারা দেশে নতুন করে করোনা আবহে ব্যাহত স্বাভাবিক জনজীবন। নতুন করে রাজ্যে ঘোষিত হয়েছে আংশিক লকডাউন। রাজ্য সরকারের তরফ থেকে রাত ১০ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের চাকটা বাসস্ট্যান্ডের কাছে এক মুদিখানা দোকানদার ক্যামেরার সামনে এবার বলে বসলেন করোনা বলে কিছু নেই। তিনি আরো বললেন এই অতিমারি করোনায় আমার করোনা সেফটির প্রয়োজন নেই। তার এরকম কথায় সাধারণ মানুষকে আতঙ্কের মধ্যে ফেলছেন।এমন কিছু অসাধু মানুষের জন্যই এখনো অনেক মানুষ জনসচেতনতাকে উপেক্ষা করে চলছেন। সারা রাজ্য জুড়ে প্রশাসন সচেতন মূলক বার্তা দিচ্ছে তার পাশাপাশি মাইকিং চলছে প্রায় সমস্ত জায়গায়। মাইকিং করার সময় বারবার বলা হচ্ছে মাক্স স্যানিটাইজার ব্যবহারের কথা। তারপরেও প্রকাশ্যে ক্যামেরার সামনে বলার কথাটা কতটা যুক্তি যোগ্য মনে হয় বা প্রশাসনিই এ ব্যাপারে দেখবেন।

Related posts

৩৩০ দিন ধরে ১৯ রাজ্যে প্রচার করলেন প্রতি ঘরে চাই রক্তদাতা

E Zero Point

নবান্নের পঞ্চায়েত আধিকারিকের পরিচয় দিয়ে প্রধানকে প্রতারণার চেষ্টা

E Zero Point

ইন্দিরা গান্ধীর আত্মবলিদান দিবসে কংগ্রেসের মিছিল

E Zero Point

মতামত দিন