28/03/2024 : 10:56 PM
আমার বাংলাকলকাতা

অবহেলার পাত্র রাজ্য, কলকাতা ও বাগডোগরার মধ্যে মাত্র ১টি বিমান, ট্রেনেও প্রায় একি!

বিশেষ প্রতিনিধিঃ গত বৃহস্পতিবার থেকে বাগডোগরা বিমানবন্দরে ওঠানামা শুরু হয়েছে। এই বিমানবন্দরে নয়াদিল্লি, গুয়াহাটি, বেঙ্গালুরু, চেন্নাই থেকে একাধিক বিমান আসা যাওয়া করছে। কিন্তু কলকাতা থেকে বাগডোগরা ২৮ মে থেকে ৩১ মের মধ্যে মাত্র ১ টি বিমান উড়বে। ২৮ মে থেকে ৩১ মে পর্যন্ত বাগডোগরায় বিমান আসাযাওয়ার শিডিউল প্রথম দফায় প্রকাশ করা হয়েছে। শিডিউল দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। বাগডোগরার সঙ্গে এই পর্যায়ে আকাশপথে দেশের পাঁচটি শহরকে যুক্ত করা হয়েছে, সেগুলি হল নয়াদিল্লি, গুয়াহাটি, বেঙ্গালুরু, চেন্নাই এবং কলকাতা। এই চারদিনে বাগডোগরা থেকে মোট ৮ টি বিমান দেওয়া হয়েছে। তার মধ্যে কলকাতা-বাগডোগরা উড়ান মাত্র একটি। রেল পথেও একই অবস্থা। ১ জুন থেকে উত্তরবঙ্গে আসা-যাওয়া করার জন্য ১০০ জোড়া ট্রেন ঘোষণা করা হয়েছে। তার মধ্যে মাত্র ২ টি ট্রেন রয়েছে কলকাতা ও উত্তরবঙ্গের মধ্যে। অবসরপ্রাপ্ত এক সরকারি আধিকারিক বলেছেন, অমৃতসর-এনজেপি এক্সপ্রেস, দিল্লি-আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেসের মতো ট্রেনে প্রায় কোনও যাত্রী হয় না। এই সব ট্রেনও রয়েছে তালিকায়। তবে দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবং তিস্ত তোর্সা এক্সপ্রেসের মতো ট্রেনকে তালিকায় রাখা হয়নি।

Related posts

পান্ডুয়া কলকাতা বাস পরিষেবার শুভ উদ্বোধন

E Zero Point

মেমারির রাজা কে সংবর্ধনা বড়শুল কিশোর সংঘের

E Zero Point

কালনায় বিবেকানন্দের পৈতৃক ভিটে মাটির সঙ্গে বিলীন

E Zero Point

মতামত দিন