09/12/2023 : 1:58 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

দুটি লরির মুখোমুখি সংঘর্ষ মেমারিতে, আহত ১ মহিলা

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ১৬ জানুয়ারি ২০২২:


রবিবার রাত ১০ টা নাগাদ মেমারি জি টি রোড রেলগেটের কাছে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে এক মহিলা আহত হয়। প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায় বর্ধমান থেকে আগত একটি লরি রেল গেটের কাছে দাঁড়িয়ে থাকা একটি লরি কে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে লরিটি পিছনের দিকে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে ধাক্কা মারে।

ফলে মহিলাটি আঘাত পেয়ে রাস্তায় পরে যায়। মহিলার নাম জ্যোৎস্না সেন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থা মহিলাকে সরাসরি বর্ধমান হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ পৌঁছায়। ড্রাইভার পলাতক।

Related posts

তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি

E Zero Point

পাট বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় হুগলির বলাগড়ে

E Zero Point

কৃষি বিলের প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ কালনায়

E Zero Point

মতামত দিন