27/04/2024 : 2:13 AM
আমার বাংলা

জেনে নিন রাজ্যের নতুন রাজ্যপাল ড. সিভি আনন্দ বোসকে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ২২ নভেম্বর ২০২২:


কলকাতায় সপরিবারে এসে পৌঁছলেন রাজ্যের নতুন রাজ্যপাল ড. সিভি আনন্দ বোস। তিনি পশ্চিমবঙ্গের ২২তম রাজ্যপাল। মঙ্গলবার সকালে তাঁকে কলকাতা বিমানবন্দরে  স্বাগত জানান মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী শশী পাঁজা, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা। বুধবার শপথ নেবেন নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

কে সিভি আনন্দ বোস, কী তাঁর পরিচয়?


১) ১৯৫১ সালের ২ জানুয়ারি সিভি আনন্দ বোসের জন্ম হয় কেরলের কোট্টায়ামে
২) কেরল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র পর পর তিন বছর সেরা ব্যক্তির স্বীকৃতি ছিল বাংলার নতুন রাজ্যপালের দখলে
৩) কেন্দ্রীয় রাজনীতিতে যদিও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ম্যান অফ আইডিয়া’ হিসাবেই পরিচিত
৪) তিনটি ভাষা— ইংরেজি, হিন্দি এবং মালয়ালমে ৪০টি বই লিখেছেন বাংলার নতুন রাজ্যপাল। এর মধ্যে যেমন উপন্যাস রয়েছে, তেমনই রয়েছে ছোটগল্প সংগ্রহ, এমনকি, কবিতার বইও
৫) দীর্ঘ দিন ধরেই প্রশাসনিক কাজের সঙ্গে জড়িত


৬) দেশের সবার জন্য পাকা বাড়ির ভাবনাটি নরেন্দ্র মোদি নিয়েছিলেন সিভি আনন্দ বোসের থেকেই
৭) কেরলের মুখ্যমন্ত্রীর সচিব হিসাবে কাজ করেছেন । এ ছাড়াও কেরল সরকারের বিভিন্ন দফতরের প্রধান সচিব হিসাবে দায়িত্ব সামলেছেন
৮) আনন্দ পেয়েছেন ২৯টি জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারও। নিজের শিক্ষাজীবনে একশোটিরও বেশি পদক পেয়েছেন আনন্দ। যার মধ্যে ১৫টিই স্বর্ণ পদক।


Related posts

দাদার পথই অনুসরণ করবেঃ মেমারিতে দাদার অনুগামীদের মধ্যে উচ্ছ্বাস

E Zero Point

ছবিতে দেখুন অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার করা টাকা ও গহনা

E Zero Point

মঙ্গলকোটে বজ্রাঘাতে মৃত্যু

E Zero Point

মতামত দিন