29/03/2024 : 5:05 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

নিজেকে নিজেই বাঁচানোর নির্দ্দেশিকা পত্র বিলি কালনা পৌর এলাকায়

আলেক শেখ, কালনা,  ২৬  জুলাইঃ


করোনা ভাইরাস রুখতে  স্বাস্থ্য বিধি সংক্রান্ত নির্দেশিকা পত্র ও সাধারণ মানুষের দাবীপত্র রবিবার  কালনা পৌরসভার ৪ নং ওয়ার্ডের  বাড়িতে বাড়িতে পৌঁছে  দেওয়া হয়।  পাশাপাশি এদিন ওয়ার্ডের ঘিঞ্জি ও অপরিস্কার স্থানগুলোতে জীবাণুমুক্ত করতে স্প্রে করা হয়।

সিপিএইএমের কালনা এরিয়া কমিটির এই কর্মসূচিতে অংশগ্রহন করেন– অলোক রায়, মৃদুলা রায়, অরিজিৎ রায়, শংকর পাল, ধ্রুবজ্যোতি ব্যানার্জি প্রমুখ।  তাঁদের দাবি পশ্চিমবঙ্গে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরুতেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। পাশাপাশি অপরিকল্পিত লকডাউনের ছেলেখেলায় সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা একেবারে তলানিতে।  কাজ নেই, রোজগার নেই।  চরম অভাব এখন ঘরে ঘরে।  তাই সাধারণ মানুষকে বাঁচাতে সরকারকে পাশে থাকতেই।  পার্টি কর্মীদের আরো দাবি–করোনায় আক্রান্ত হলে চিকিৎসা পাওয়া কার্যত অসম্ভব। তাই নিজেকে সুস্থ্য রাখতে গেলে সর্বোচ্চ সাবধানতা নিজেকেই নিতে হবে। কঠোরভাবে স্বাস্থ্য বিধি মেনে  চলতেই হবে।  এই  স্বাস্থ্য বিধি  মেনে চলার  নির্দেশিকা পত্র ও  সাধারণ মানুষের চাহিদার দাবিপত্র  বাড়ী বাড়ী পৌঁছে দেওয়া হয়।

Related posts

পূর্ব বর্ধমানে খেলার মাঠে আগুন, এলাকায় চাঞ্চল্য

E Zero Point

মেমারি থেকে গ্রেপ্তার রেলের ভুয়ো অফিসারঃ নিয়োগচক্রের তথ্য সংগ্রহে সিআইডি

E Zero Point

বেহাল এসটিকেকে সড়কের কারণে দুর্ঘটনায় মৃত ১

E Zero Point

মতামত দিন