29/03/2024 : 12:07 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

সিপিআইএমের কালনা-২ এরিয়া কমিটির উদ্যো দাবি ও সতর্কতা দিবস পালন

আলেক শেখ, কালনা,  ২৬ জুলাইঃ


 সিপিআইএমের কালনা-২ এরিয়া কমিটির উদ্যোগে রবিবার দাবি  ও করোনা সতর্কতা দিবস পালিত হয়।  লগ ডাউনের স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব  বজায় রেখে ব্যাচ পরানো, বৈঠক সভা, দাবি ও সতর্কতা পত্র বিলি করা হয়।   অনুখাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আড়বেলিয়া  গ্রামে অনুষ্ঠিত  এই কর্মসূচিতে বক্তব্য রাখেন মহম্মদ শাহ,  অশোক ঘোষ প্রমুখ।   তাঁরা বলেন–করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারের  ব্যর্থতা ছাড়াও পেট্রোল, ডিজেলের মূল্য বৃদ্ধি,  রেল, কয়লা ও অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণ করা হচ্ছে।  এতে পুঁজিপতিদের সুবিধা করে দিয়ে গরিব মানুষকে বেকায়দায়  ফেলে দেওয়া হচ্ছে।  তাই কোনভাবেই বেসরকারিকরন করা যাবে না।   অপরিকল্পিত লকডাউনে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।  তাই  ছয় মাসের জন্য মাসে প্রতিটি পরিবারকে ১০ কেজি খাদ্যশস্য,  আয়কর না দেওয়া পরিবারগুলোকে মাসে ৭৫০০ টাকা ভাতা,  তিন মাসের  বিদ্যুৎ বিল মুকুব করতে হবে।  অন্যদিকে পরিস্থিতি অনুযায়ী করোনা মোকাবিলা নিজে নিজেকেই করতে হবে।  তাই সবাইকে  স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব  বজায় রেখে চলতে হবে। এদিন এইরকম কর্মসূচি সংগঠিত হয় বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৭টি,  অনুখালে ও পিন্ডিরা গ্রাম পঞ্চায়েতে- ৩টি করে, এবং কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতে ২ টি।

Related posts

বৈঁচি গ্রামে বিরাট রক্তদান শিবির

E Zero Point

মর্মান্তিক দুর্ঘটনায় নিহত মেমারির এক ব্যক্তি

E Zero Point

দুধে ভাতে ভালোই আছে মানুষ, জাতীয় সঙ্গীতই শক্তি এই অসময়ে

E Zero Point

মতামত দিন