25/04/2024 : 2:16 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মাস্ক পরে মাঠে ফুটবল, পথ দেখাচ্ছে পাল্লারোড পল্লিমঙ্গল

স্টাফ রিপোর্টার, পাল্লারোড, মেমারি, ২৬ জুলাইঃ


লকডাউন থেকে আনলকের রাস্তায় গিয়েও আবার সাপ্তাহিক লকডাউনে ফিরেছে প্রশাসন, বিগত ৪-৫ মাস ধরে শিশু কিশোররা ঘরে থেকে থেকে ক্লান্ত তাই অনেকেই বিধিনিষেধ ভুলে বিকালে মাঠে নেমে পড়ছে ব্যাট বা বল হাতে, অভিভাবকরা তাদের বাচ্ছাদের বাড়িতে বা বাজারে বার হলে মাস্ক স্যানেটাইজার বা গ্লাভসের ব্যবহার নিয়ে সচেতন হলেও খেলার মাঠে সেসব পাঠ শিকেয় উঠছে , অনেকেরই ধারণা খেলার মাঠে আবার মাস্কের কি প্রয়োজন!

কিন্তু বড়ো বড়ো মাঠে প্রত্যেক বিকালে প্রায় শতাধিক বাচ্ছারা খেলতে আসে, সেখান থেকে ভয় সংক্রমণের, বারংবার মাঠে না আসার অনুরোধেও কাজ হচ্ছেনা তাই এব্যাপারে সচেতনতা আনতেই এই বার পথে না, মাঠে নামল পল্লিমঙ্গল, মাস্ক আর গ্লাভস পড়ে যে ফুটবল, ক্রীকেট কিংবা ভলি খেলা সম্ভব তা বোঝাতেই আজ বিকালে ১টি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছে ঠিক বিকাল ৩টায়, “মাস্ক উইনার্স কাপ” , “স্যানেটাইজার রানার্স কাপ” ও “গ্লাভস থার্ড পজিসন কাপ” শীর্ষক এই খেলায় অংশ নেবে পাল্লারোড পল্লিমঙ্গল সমিতি, পাল্লা ইচ্ছেডানা কোচিং ক্লাব ও রসুলপুর জয়যাত্রী সংঘ , প্রত্যেক খেলোয়ার মাস্ক ও গ্লাভস পড়ে মাঠে নামল আজ , সাধারণের মধ্যে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ।

Related posts

পূর্ব বর্ধমানের বাঁশদহ বিল পশ্চিমবঙ্গের পর্যনটন মানচিত্রে স্থান পেতে চলেছে

E Zero Point

সারাভারত ক্ষেত মজুর ইউনিয়নের ডেপুটেশন গলসি পঞ্চায়েতে

E Zero Point

মেমারি পৌরসভার নেতাজী জন্মজয়ন্তী ও সুভাষ উৎসব পালন

E Zero Point

মতামত দিন