বিশেষ প্রতিবেদনঃ নওয়াজউদ্দিন এবং তাঁর স্ত্রী আলিয়া গত কয়েক দিন ধরে আলোচনার কেন্দ্রে। কারণ দীর্ঘ ১০ বছর বিবাহিত জীবন কাটানোর পর, আলিয়া অভিনেতার বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। বিবাহিত জীবন ১০ বছরের হলেও তাদের সম্পর্ক কিন্তু ১৭ বছরের।এক সংবাদমাধ্যম থেকে খবর পাওয়া যায়, এই বিবাহ বিচ্ছেদের জন্য ৩০ কোটি টাকা এবং মুম্বইয়ের ইয়ারি রডের একটি ৪ বিএইচকে ফ্ল্যাট দাবি করেন আলিয়া নওয়াজউদ্দিনের কাছে। কিন্তু আলিয়া এই সংবাদটি মিথ্যা বলে মন্তব্য করেন। এর পাশাপাশি আলিয়া ওরফে অঞ্জলি কিশোর পান্ডে বলেন, নওয়াজের সঙ্গে আমার বিচ্ছেদ নিয়ে যে খোরপোশের অঙ্কটা বলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। নওয়াজের পিআর গ্রুপের তরফেই এই মনগড়া নোটিস প্রকাশ্যে এনেছে প্রচারের জন্য। পিআর গ্রুপ থেকে পরপর যে খবর ছড়ানো হচ্ছে, তার পুরোটাই কেউ বিশ্বাস করবেন না।
পূর্ববর্তী পোস্ট