29/03/2024 : 10:37 AM
টলি-বলি-কলি-হলিবিনোদন

ঘরে ফিরে অন্তঃসত্ত্বা পরিযায়ী শ্রমিক সদ্যোজাতের নাম রাখলেন সোনু সুদ

বিশেষ প্রতিবেদনঃ সোনু সুদ, এই নামের সাথে আমরা অনেক আগের থেকেই পরিচিত, সেই দাবাং থেকে বা তার আগের থেকেও। কিন্তু বর্তমানে তাকে আমরা চিনি এখন অন্য নামে নতুন সুপার ম্যান হিসেবে। তিনি বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে যে কাজ করছে না, তাকে এটা বললেও কম বলা হবে। তিনি এখনও পর্যন্ত ১২ হাজারের মতো শ্রমিককে বাসে করে, নিজের খরচায় ঘরে পৌছে দিয়েছে। মানুষ এখন অনেক ধরনের সাহায্য করেছে, অনেকে আর্থিক সাহায্য করেছে, অনেকে খাবারের দিক থেকে সাহায্য করেছে, কিন্তু সোনু সুদ যা করেছে তা একেবারে অন্যরকম। আর এটাই শ্রমিকরা প্রথম থেকে আশা করছিলো সরকারের কাছ থেকে। এবার এক পরিযায়ী মহিলা শ্রমিক, তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। এবার তিনি যখন বাড়িতে ফিরে এক শিশু সন্তানের জন্ম দিয়েছেন, তাই এবার মা তার ছেলেরনাম রেখেছে সোনু সুদ। তাহলেই বলুন এর থেকে আর কি বেশী আশা করা যায় মানুষের কাছ থেকে।

সেই মহিলা শ্রমিকের এটাই কৃতজ্ঞতা স্বরুপে, সোনু সুদ নাম রাখা।এখানেই শেষ না, এই নাম রাখার কথা সোনু সুদ অনুপমা চোপড়ার সাথে এক কথায় তুলে ধরেন। সেখানে তিনি বলেন, এই শিশুর নাম রাখার জন্য তার পরিবারের লোকজন জানায়, নাম রাখা হয়েছে সোনু সুদ।কিন্তু এর পরে সোনু সুদ জানায়, পদবী তো আর রাখা যাচ্ছে না? তখন পরিবারের লোকজন জানায়, সোনু সুদ মাঝের নাম হিসেবেই ব্যবহার করা হবে সেই শিশুর, আর তার ফলেই তার নাম হবে সোনু সুদ শ্রীবাস্তব। যা শুনে আবেগাপ্লুত হয়ে যায় সোনু সুদ। সত্যি মানুষের অসময়ে তার পাশে দাড়ালে, যে আশীর্বাদ পাওয়া যায়, তা সত্যি মনঃ থেকেই আসে। এই শ্রমিকদের ঘরে ফেরা নিয়ে আরেকটি কথা শেয়ার করেন তিনি। তিনি বলেন হঠাত একদিন রাস্তায় তার সাথে একটি পরিযায়ী শ্রমিকের দলের সাথে দেখা হয়, তারা সব আশা ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় পায়ে হেটেই। মহারাষ্ট্র থেকে কর্ণাটক, তারা এতো দূর রাস্তা পায়ে হেটেই পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের সোনু সুদ বলেন, আপনারা কিছু দিন অপেক্ষা করুন, সব ব্যবস্থা প্রায় হয়ে গেছে, তার পরে যখন তাদের বাসে করে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়, তখন যে তাদের মুখে হাসি ফুটে ওঠে, যা ভাষায় প্রকাশ করা শক্ত। এই কাজের জন্য সোনু সুদকে তারা ধন্যবাদ জ্ঞাপন করেছে, এমনিক গান ও হাততালিও দিয়েছে। যা সত্যি একজন মানুষের জন্য অমূল্য সম্পদ।

Related posts

লোকসঙ্গীতকে বাঁচিয়ে রাখার স্বপ্ন বুনছে মেমারির তিথি

E Zero Point

মহানায়ক উত্তম কুমার – আজও বাঙালীর শয়নে, স্বপনে, জাগরণে ও বিনোদনে

E Zero Point

আজ রাত ৮ টায় বাংলা ব্যান্ড “লালন ষ্ট্রিং”-এর লালন ফকিরের প্রতি সুরাঞ্জলি

E Zero Point

মতামত দিন