27/04/2024 : 9:01 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

মঙ্গলকোটের বিভিন্ন বাজারে লাচ্ছা সিমাইয়ের ব্যবসা একবারে শিখেই

আমিরুল ইসলাম, মঙ্গলকোট, ৩০ জুলাইঃ


পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের বেশ কয়েকটি বাজারে ঈদ ও ঈদ-উল-আযহা এলেই রাস্তার পাশেই বসে লাচ্চা সিমাইয়ের দোকান।
কিন্তু এবছর ঈদ-উল-আযহায় লাচ্চা সিমাইয়ের ব্যবসা তেমন ভাবে করতে পারেননি ব্যবসাদাররা। কারণ মাঝেমধ্যেই হচ্ছে লকডাউন এবং করোনাভাইরাস এর জন্য বাজারে তেমন লোক আসছে না। পাশাপাশি পুলিশের নজরদারি চলছে দারুণভাবে। এর ফলে চরম ক্ষতির মুখে পড়েছেন লাচ্ছা সিমাইয়ের ব্যবসাদাররা।
গত ৩০ বছর ধরে ব্যবসা করে আসছেন মঙ্গলকোটের আব্দুল কাদের তিনি জানিয়েছেন, এই প্রথমবার হলো ব্যবসার এরকম অবস্থা। বাজারে কোন লোকজন নেই সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হবো আমরা সকল ব্যবসাদাররা।

Related posts

“আরবি”র সামাজিক উদ্যোগ

E Zero Point

বিজেপি-তৃণমূলের অভিযোগ -পাল্টা অভিযোগ, আবার উত্তেজনা বর্ধমান জেলখানা মোড়ে

E Zero Point

রোগ যন্ত্রণা থেকে মুক্তি পেতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী মহিলা

E Zero Point

মতামত দিন