06/05/2024 : 3:43 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনা শহর জীবাণুমুক্ত করার কর্মসূচি 

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ১ অগস্ট ২০২০:


কালনা পৌরসভার ১৮ টি ওয়ার্ড জীবাণুমুক্ত করার  কর্মসূচি রূপায়নে পথে নেমেছেন পার্টি কর্মীরা।  সিপিআইএমের   কালনা শহর এরিয়া কমিটির উদ্যোগে এই কাজ শুরু হয়েছে কয়েকদিন আগেই। ইতিমধ্যেই ১,  ২, ৪, ১২, ১৪ এবং ১৬ নম্বর ওয়ার্ড গুলির  জীবাণুমুক্ত স্প্রে করার কাজ শেষ হয়েছে। শনিবার ৭ নম্বর ওয়ার্ডের শ্যামলাল পাড়া,  বারুইপাড়া, লাল বাগান  প্রভৃতি পাড়ায় জীবাণুমুক্ত স্প্রে করা হয়। এই কাজে সক্রিয় অংশগ্রহণ করেন অরিজিৎ রায়,  নেপাল সরকার,  স্বপন ব্যানার্জি,  অলোক সাহা,  সুবীর পাল,  আশীষ চক্রবর্ত্তী,  সুনীল ঘোষ, সুমিত নন্দী প্রমূখ।  যুবনেতা নেপাল সরকার জানান–কালনা শহরের বাকি ওয়ার্ড গুলোতেও জীবাণুমুক্ত স্প্রে করার কাজ সাত দিনের মধ্যে শেষ করা হবে।

Related posts

জনগণের দ্বারা নির্বাচিত সরকার ও বিরোধীদের সম্মিলিত ভাবে করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে

E Zero Point

ভাতার বিধানসভার বিধায়কের একুশে জুলাই শহীদ দিবস পালন

E Zero Point

করোনার অগ্রিম সর্তকতা হিসেবে মন্তেশ্বর পঞ্চায়েতে বহিরাগতদের প্রবেশে নিয়ন্ত্রণ

E Zero Point

মতামত দিন