03/05/2024 : 11:26 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

সিপিআইএম পার্টি কর্মীদের মাস্কবিলি ও রাখি বন্ধন কর্মসূচি

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ৪ অগস্ট ২০২০: সিপিআইএম পার্টির কালনা-২ এরিয়া কমিটির  সাতগাছিয়া ১নং শাখার উদ্যোগে   মাস্ক বিলি ও সাধারণ মানুষকে রাখি পড়ানো হয়।  মদনগোপাল তলায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি পালনের  পাশাপাশি সাধারণ মানুষের ১০ দফা দাবি ও মহামারী করোনা নিয়ে  মানুষকে সতর্ক করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন— পার্টিনেতা মহম্মদ শা, আজিজ শেখ, বাবুলাল বিশ্বাস, অনুকূল বিশ্বাস,  রঙ্গলাল রায়, সরযূ সরকার, গৌতম হালদার প্রমুখ।  এদিন পার্টি নেতারা বলেন– করোনা আবহে সাধারণ মানুষ এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। মানুষের হাতে কাজ নেই, রোজগার নেই, হাতে পয়সা নেই। জীবন নির্বাহ করাই খুব কঠিন হয়ে যাচ্ছে।  মানুষের এই সংকটময় সময়ে সরকার পাশে থাকা একান্ত জরুরি। তাই আমরা দাবি করেছি– আয়কর না দেওয়া পরিবারগুলিকে মাসে সাড়ে সাত হাজার টাকা দিতে হবে। প্রতিটি পরিবারকে মাসে ১০ কেজি করে খাদ্য শস্য দিতে হবে।  ১০০ দিনের মজুরি বৃদ্ধি করতে হবে। এই বর্ধিত মজুরিতে ১০০ দিন নয়, বছরে ২০০ দিন কাজ দিতে হবে। আমফান ঘূর্ণি ঝরে ক্ষতিগ্রস্থ কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। আর সাধারণ মানুষের উদ্দেশ্যে তাঁরা বলেন– মহামারী করোনা রুখতে নিজেদেরই উদ্যোগ নিতে হবে। বারে বারে সাবান দিয়ে হাত ধুতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে।

Related posts

বন্ধের সমর্থনে পূর্বস্থলীতে সিটুর মিছিল

E Zero Point

সাংবাদিকদের পাশে বর্ধমান জেলা প্রেস ক্লাব

E Zero Point

একদিকে নিম্নচাপ অপরদিকে মাইথন জলাধার থেকে জল ছাড়লো ডিভিসি কর্তৃপক্ষ

E Zero Point

মতামত দিন