05/05/2024 : 9:08 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

করোনা আপডেট পূর্ব বর্ধমানঃ আক্রান্ত ৭৬ জন, সুস্থ ৩৪ জন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, পূর্ব বর্ধমান, ৮ অগাষ্ট, ২০২০:


পূর্ব বর্ধমান জেলাপ্রশাসনের পক্ষ থেকে জানা গেছে, শনিবার পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৯ জন।
শনিবার নতুন করে ৭৬ জনের কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে এবং আজ কোনা মৃত্যু হয়নি।
এই ৭৬ জনের মধ্যে বর্ধমান পুরসভা এলাকায় ৪৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এছাড়াও মেমারি পৌরসভা – ১, আউশগ্রাম২ – ১, বর্ধমান১- ২, বর্ধমান২- ৮, ভাতার-১, কালনা১- ১, কালনা২- ৩, কেতুগ্রাম১ -২ , খন্ডঘোষ-১,
রায়না১ – ৩, গলসী২ – ২, মেমারি১ -১ , মন্তেশ্বর- ১, রায়না২ -২ জন আক্রান্ত হয়েছেন।

জেলায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৩৬০ জন। এই ১৩৬০ জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৬৩ জন।

Related posts

দুয়ারে সরকার পরিদর্শনে জামালপুর পঞ্চায়েত প্রধান

E Zero Point

বেআইনি মদ উদ্ধার মেমারিতে

E Zero Point

পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোটঃ শুরু ২৭ মার্চ থেকেঃ গণনা ২ মে

E Zero Point

মতামত দিন