30/04/2024 : 6:22 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

করোনা সংক্রমণ রোধে মেমারি পৌর শহরে দোকান খোলা নিয়ে নতুন নির্দেশিকা

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৯ অগাস্ট ২০২০:


যে হারে দেশ তথা রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তা সাধারণ মানুষ তথা প্রশাসনের কাছে চিন্তাজনক বিষয়। এমতাবস্থায় মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতি ও প্রশাসনের যৌথ সিদ্ধান্ত অনুসারে আগামী ১৩ অগাষ্ট বৃহস্পতিবার জরুরী প্রয়োজনীয় পরিষেবা ছাড়া সমস্ত ব্যবসা বন্ধ থাকবে মেমারি পৌর শহরে। এছাড়াও আগামী ১০ অগাষ্ট থেকে ৩১ অগাষ্ট পর্যন্ত মেমারি পৌরসভা এলাকার সমস্ত ব‍্যবসায়িক প্রতিষ্ঠান সহ বাজার খোলা ও বন্ধের নির্দেশিকা জারি করা হল। জনগনের সুবিধার্থে আজ শহরে মাইক প্রচার করা হল মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে।

ব‍্যবসায়ী কল‍্যাণ সমিতির পক্ষ থেকে সমস্ত ব‍্যবসায়ী সহ সাধারণ মানুষকে জানানো হয়েছে যে, আগামী ৩১ অগাষ্ট পর্যন্ত –

  • সব্জি, মাছ পাইকারী বাজার খোলা থাকবে সকাল ৭ টা পর্যন্ত ।
  • খুচরো সব্জি ও মাছ বাজার খোলা থাকবে সকাল সাড়ে ১১ টা অবধি ।
  • চা ও মিষ্টি দোকান সহ বাকী সমস্ত দোকান খোলা থাকবে সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ।
  • ফুল ও ফল এর খুচরো ব‍্যবসা সকাল ৭ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত ।
  • হোটেল খোলা থাকবে সকাল ১০ টা থেকে দুপুর ২ টো এবং সন্ধ‍্যা ৬ টা থেকে রাত্রি ১০ টা পর্যন্ত ।

মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে রামকৃষ্ণ হাজরা জানান যে, মানুষের স্বার্থে প্রশাসনের সহযোগিতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করি মেমারি শহরে সকল ব্যবসায়ীগণ এই সিদ্ধান্ত মেনে চলবেন। তিনি আরও জানান ঔষধের দোকান ও ব্যাঙ্কিং পরিষেবা সহ কিছু জরুরী প্রয়োজনীয় ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও সাধারণ মানুষ সামাজিক দূরত্ব বিধি মেনে ও মাস্ক পরে সেই সব দোকানে যাবেন।

মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী জানান যে, মেমারি শহরকে করোনা মুক্ত করতে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। খুব শীঘ্রই মেমারি পৌরসভা থেকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হবে। তিনি মেমারিবাসীর কাছে আবেদন জানান যে, বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেড়িয়ে অযথা বাজারে ভিড় করবেন না।

Related posts

যুব তৃণমূল কংগ্রেসের সাইকেল মিছিল মেমারিতে

E Zero Point

আল-আমিন মিশনের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ওপর মারধরের অভিযোগ মেমারিতে

E Zero Point

জেনে নিন দোকান খোলা বন্ধ নিয়ে কি বললেন মেমারি পৌরপ্রশাসক

E Zero Point

মতামত দিন