05/05/2024 : 9:36 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মহিলা ও  যুবদের কর্মসূচি কালনায়

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ৯ অগাস্ট ২০২০:


করোনা ভাইরাস রুখতে  স্বাস্থ্য বিধি সংক্রান্ত সচেতনতা, জীবাণুমুক্তকরন, মাস্ক বিলির মত রবিবার  পৃথকভাবে  কর্মসূচি পালন করে মহিলা ও যুবরা।  সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কালনা-১ আঞ্চলিক কমিটির উদ্যোগে  কৃষ্ণদেবপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে স্যানিটাইজ করা হয়। সাধারণ মানুষকে করোনা নিয়ে সচেতন করা হয়। সক্রিয়ভাবে অংশগ্রহন করেন– স্মৃতিকণা রায়, জরিনা বেগম, মঙ্গলা দেবনাথ প্রমুখ। অন্যদিকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের  কালনা ২ নং আঞ্চলিক কমিটি ও এলাকার  বিভিন্ন  গনসংগঠনের উদ্যোগে  কালনা আর-এম-সি  মার্কেটে  সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়।  হ্যান্ড স্যানেটাইজার  এবং তিন হাজার মাস্ক বিতরন সহ করোনা সতর্কতায় আলোকপাত করেন–মহম্মদ শা, বাবুলাল বিশ্বাস , স্বপন ব্যানার্জী, নবকুমার বাগ, অরুনাভ চক্রবর্তী প্রমুখ। তাঁরা বলেন—পশ্চিমবঙ্গে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরুতেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। পাশাপাশি অপরিকল্পিত লকডাউনের ছেলেখেলায় সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা একেবারে তলানিতে।  কাজ নেই, রোজগার নেই।  চরম অভাব এখন ঘরে ঘরে।  এই অবস্থায় করোনায় আক্রান্ত হলে চিকিৎসা পাওয়া কার্যত অসম্ভব। তাই নিজেকে সুস্থ্য রাখতে গেলে সর্বোচ্চ সাবধানতা নিজেকেই নিতে হবে। কঠোরভাবে স্বাস্থ্য বিধি মেনে  চলতেই হবে।

Related posts

কুসুমগ্রামের প্রান্তিক কৃষকের মেয়ে শ্রেয়ার স্বপ্ন ডাক্তার হওয়া

E Zero Point

জেনে নিন পূর্ব বর্ধমানের ৬ টি পুরসভার দায়িত্ব কারা পেলেন

E Zero Point

কৃষক সুরক্ষা অভিযানে মুস্থলীতে জেপি নড্ডার সভার প্রস্তুতি তুঙ্গে

E Zero Point

মতামত দিন