26/04/2024 : 11:16 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পাহাড়হাটি ব্লকে করোনা যোদ্ধাদের সম্বর্ধনা

জিরো পয়েন্ট নিউজ – অনন্যা পাল, পাহাড়হাটি, ৯ সেপ্টেম্বর, ২০২০:


সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমানের পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে করোনা যোদ্ধাদের সম্বর্ধনা দেওয়া হলো । মেমারি ২ নম্বর ব্লক থেকে এই সম্বর্ধনা দেওয়া হয় । করোনা মহামারীর আকার ধারন করেছে দিকে দিকে । এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে গৃহবন্দী সকলে । কিন্তু জরুরী পরিষেবার সঙ্গে যারা যুক্ত তারা , জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন অবিরত । ডাক্তার , নার্স , স্বাস্থ্যকর্মী , আশাকর্মী , পুলিশ , সাংবাদিকরা কাজ করছেন সব সময় । তাদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সম্মানিত করার কথা বলেন । সে মত এদিনে আশাকর্মীদের একটি করে সার্টিফিকেট প্রদান করা হয় । যারা প্রতি মুহূর্তে করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছেন । পাশাপাশি এদিনে পুলিশ , সাংবাদিক এবং পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের সম্মানিত করা হলো। এদিনে উপস্থিত ছিলেন মেমারি ২ ব্লকের বিডিও অনিন্দিতা রায়চৌধুরী , বিএমওএইচ স্বপ্নদ্বীপ বটব্যাল , মেমারি ২ পঞ্চায়েত সমিতির সভপতি মামনি মুর্মু , জনস্বাস্থ্য কর্মা ধ্যক্ষ রেখা পাত্র সহ অন্যান্যরা ।

Related posts

পূর্ব বর্ধমান জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গর্ভবর্তী ও শিশুদের পুষ্টিকর খাদ্য বিতরণ

E Zero Point

বছরের পর বছর ঘাটালে ভয়াবহ বন্যার জন্য তৃণমূলই দায়ীঃ দিলীপ ঘোষ

E Zero Point

ভোরের আলো স্বেচ্ছাসেবী সংস্থার এক মানবিক উদ্যোগ

E Zero Point

মতামত দিন