05/05/2024 : 10:46 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গনদীয়া

জন্মাষ্টমীর পূর্বেই বন্ধ হয়ে গেল মায়াপুরের ইসকনের মন্দির

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, নদীয়া, ১০ অগাষ্ট, ২০২০:


লকডাউনের জেরে ১০৩ দিন বন্ধ থাকার পরে গুরুপূর্ণিমার দিনে খুলেছিল নদিয়া মায়াপুরের ইসকনের মন্দির৷ তারপর স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে ঢোকা ও পুজো দেওয়া শুরু হয়েছিল৷ কিন্তু পুনরায় নদীয়ায় সংক্রমণ বাড়তে থাকায় জন্মাষ্টমীর পূর্বেই বন্ধ করে দেওয়া হল মায়াপুরের ইসকনের মন্দির৷ আশেপাশে এলাকায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী দু সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ। এ বিষয়ে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী পরিস্থিতি বিচার করে মন্দির কবে খুলবে তা জানানো হবে। ভক্তদের সুরক্ষার্থেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। দিল্লির ইসকন মন্দিরে জন্মাষ্টমীতে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ। শুধুমাত্র নিমন্ত্রিতরাই মন্দিরে প্রবেশ করতে পারবেন। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে মোট কোভিড আক্রান্তের সংখ্যা রবিবার বাড়তে বাড়তে পৌঁছে গেল ৯৫ হাজারের ঘরে। এদিনও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দুই হাজার ন’শোর বেশি ব্যক্তির শরীরে এই মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা গিয়েছে। আর মৃতের সংখ্যাও ৫০ জনের বেশি। তবে এই প্রথম রাজ্যে একদিনে ২৬ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হল। ফলে এখনও পর্যন্ত মোট টেস্টের সংখ্যা দাঁড়াল ১১ লক্ষ ৫ হাজার ৮৯৯টি।

Related posts

কলেজ মোড় এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য

E Zero Point

রাজ্যের সকলকে বিনামূল্যে করোনার টীকাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

E Zero Point

ক্যান্সার আক্রান্তের পাশে বর্ধমানের “আবিরা”

E Zero Point

মতামত দিন