24/04/2024 : 7:47 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

প্রধান শিক্ষকের মানবিক উদ্যোগ মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি ১০ অগাষ্ট, ২০২০:


এবছর মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা-১ -এর  বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল অয়ন ব্যানার্জি। অত্যন্ত দারিদ্রের সাথে লড়াই করে মাধ্যমিকে সে ৮৮% নম্বর পেয়ে সফল হয়েছে। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আর পড়াশুনা চালিয়ে যেতে পারবে কি না এই দোটানার মধ্যে সে একটি কাপড়ের দোকানে কাজ করতে শুরু করে। রেজাল্ট বেরোনোর পর সেই সংবাদ স্কুলের শিক্ষক মহাশয়দের কাছে আসে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব কুমার ঘোষালের উদ্যোগে তাকে বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয় এবং তার পড়াশুনার জন্য বিদ্যালয় তার পাশে সর্বোত ভাবে থাকার অঙ্গীকার করেন। স্কুলের শিক্ষক মহাশয় গন নিজেদের মধ্যে অর্থ সংগ্ৰহ করে আজ অয়ন ব্যানার্জির মা এর হাতে ১২ হাজার টাকা তুলে দেন ।

Related posts

শতবর্ষে রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রম 

E Zero Point

পিএম কেয়ার্সঃ মুর্শিদাবাদ ও কল্যাণীতে ২৫০ শয্যা বিশিষ্ট দুটি অস্থায়ী কোভিড হাসপাতাল

E Zero Point

সমুদ্রগড় পঞ্চায়েত এলাকায় বিজেপির কৃষক সুরক্ষা অভিযান কর্মসূচি

E Zero Point

মতামত দিন