05/05/2024 : 11:59 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পশ্চিমবঙ্গ মানবাধিকার সংরক্ষণ সংঘের স্বাধীনতা দিবস উদযাপন ও দুঃস্থদের বস্ত্র দান

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মেমারি, ১৫ অগাস্ট ২০২০:


কঠিন রক্তক্ষয়ী সংগ্রামের পর ব্রিটিশ শাসনের হাত থেকে ভারতকে স্বাধীনতা এনে দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামীরা | আজ ১৫ ই আগস্ট | ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস |
তবে অন্যান্য বারের থেকে আজকের স্বাধীনতা দিবস একেবারেই অন্যরকম ভাবে পালন করা হচ্ছে গোটা দেশে | কারণ একটাই করোনা মহামারী | সরকারি অফিস কিংবা স্বেচ্ছাসেবী সংস্থা সব জায়গাতেই সমস্ত রকম সুরক্ষা বিধি মেনে খুব সীমিত সংখ্যক আমন্ত্রিতদের উপস্থিতিতে জাঁকজমক কে দূরে ঠেলে অনুষ্ঠিত হচ্ছে স্বাধীনতা দিবস উদযাপন |


পশ্চিমবঙ্গ মানবাধিকার সংরক্ষণ সংঘের পূর্ব বর্ধমান শাখার তরফ থেকে আজ মেমারি ১নম্বর ব্লকের মেমারি শহরে দেশের ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয় | এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার মানবাধিকার কর্মী আশিস গুপ্তা, উপস্থিত ছিলেন মেমারি শহরের সহ প্রশাসক সুপ্রিয় সামন্ত ছাড়াও বেশকিছু মানবাধিকার কর্মী | ভারতের জাতীয় পতাকা উত্তোলনের পর এই অনুষ্ঠান থেকে বেশকিছু দুস্থ মানুষকে মিষ্টিমুখ ও বস্ত্র দান করা হয় |

Related posts

২০ বছর ধরে স্বপ্নাদেশে রক্ষাকালীর পুজো হয়ে আসছে মঙ্গলকোটে

E Zero Point

সংকটজনক অবস্থায় বাংলা ছবির অভিনেত্রী অনামিকা সাহা

E Zero Point

বছরের পর বছর ঘাটালে ভয়াবহ বন্যার জন্য তৃণমূলই দায়ীঃ দিলীপ ঘোষ

E Zero Point

মতামত দিন