07/05/2025 : 12:48 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসে দুর্গাপুর অঞ্চলের তৃণমূল কার্যালয়ে পতাকা উত্তোলন

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মেমারি, ১৫ অগাস্ট ২০২০:


করোনা আবহে এবার দেশের ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপানের ছবি কিছুটা অন্যরকম | বিশেষত করোনা পরিস্থিতি সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি | তাই অন্যান্য বারের মতো আজকের দিনটিতে যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়ে থাকে কোভিড-১৯ এর জন্য সব জায়গাতেই অনুষ্ঠানের কাটছাঁট করতে হয়েছে |
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস কাছারি, স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা রাজনৈতিক দলের কর্মীরা আজ শুধুমাত্র জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি স্মরণ করেন |
পূর্ব বর্ধমান জেলার মেমারি ১নং ব্লকের দুর্গাপুর অঞ্চলের বিভিন্ন বুথে তৃণমূল কংগ্রেস তাদের দলীও কার্য‍ালয় সহ বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের দিন টি পালন করেন।
মেমারি ১নম্বর ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শিখা রায় তার কয়েকজন কর্মী নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন | তবে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত প্রতিটা কর্মী সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সকলের মুখে মাক্স পরিহিত অবস্থায় দেখা গেছে।

Related posts

গরু পাচারের সময় বাংলাদেশী নাগরিক আটক

E Zero Point

মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী

E Zero Point

নবম- দশমের ফল মিলিয়ে মাধ্যমিকের রেজাল্টঃ মধ্যশিক্ষা পর্ষদ

E Zero Point

মতামত দিন