06/05/2025 : 9:58 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বিশ্ব ঋতুস্রাব দিবসঃ দুয়ারে সরকার শিবিরে সচেতনতা প্রচার মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ স্বদেশ মজুমদার, ২৮ মে ২০২২:


বিশ্ব ঋতুস্রাব দিবস । ২০১৪ সাল থেকে এ দিবসটি পালিত হলেও পরিসংখ্যান বলছে, দেশের ৭১ শতাংশ নারী এখনো সচেতন নন। বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক পরিবর্তনের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে মাসের নির্দিষ্ট সময়ে ঋতুস্রাব বা মাসিক হয়। নারীদের স্বাভাবিক এই প্রক্রিয়াটিকে এখনো স্বাভাবিক হিসেবে ধরা হয়নি। আছে অনেক কুসংস্কার। তাই মাসিক নিয়ে সচেতনতা বাড়াতে প্রতি বছর ২৮ মে পালিত হয়ে আসছে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস।  ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি নিয়ে এখনও প্রকাশ্যে আলোচনা খানিক আড়ালেই থাকে। ফলে ঋতুস্রাবকালীন সুরক্ষাবিধি নিয়েও অনেকের মধ্যেই এখনও সচেতনতা গড়ে ওঠেনি।


তাই শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লকের নিমো ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার কর্মসূচির মাঝে মহিলাদের ঋতুস্রাব সম্পর্কে একটি সচেতনতামূলক প্রচার আলোচনা কর্মসূচী ও অনুষ্ঠিত হলো। মহিলাদের ঋতুস্রাব লজ্জার বিষয় নয়, গর্বের বিষয়, এই বার্তাই দেওয়া হলো এ দিন।

কর্মসূচীত উপস্থিত ছিলেন মেমারি এক নম্বর ব্লকের বিডিও ডঃ এ. এম. ওয়ালীউল্লাহ, মেমারি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ-সভাপতি শেখ মোয়াজ্জেম, নিমো একনম্বর পঞ্চায়েতের প্রধান উত্তম কৈবর্ত, ব্লকের ডিইও শুভেন্দু সাঁই, সহ নিমো এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য-সদস্যাগণ এর পাশাপাশি এলাকার সাধারণ মানুষ।

Related posts

দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য আনন্দভোজ

E Zero Point

আউসগ্রামে অনাদৃত প্রখ্যাত বাউল শিল্পী ক্ষ্যাপা গৌড়

E Zero Point

না ফেরার দেশে চলে গেলেন কালনার গরীবের ডাক্তার

E Zero Point

মতামত দিন