জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, অতনু ঘোষ, মেমারি, ২৮ মে ২০২২:
মহিলাকে কটুক্তির ও কুপ্রস্তাবের প্রতিবাদ করাই মহিলাকে ও মহিলা ও তার বাবার উপর ধারালো অস্ত্রসহ চরাও হয়। মেমারি থানায় এ ব্যপারে মারধোর করার অভিযোগ করা হলে মেমারির পালসিট এলাকা থেকে বাচ্চু রাজবংশী নামে ৫৫ বছরের এক ব্যক্তি কে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ।
আক্রান্ত ওই মহিলা ও মহিলার বাবার অভিযোগের ভিত্তিতে বাচ্চু রাজবংশী কে গ্রেপ্তার করে আজ শনিবার ২৮ শে মে বাচ্চু রাজবংশীর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পাঠায় মেমারি থানার পুলিশ। আদালত ধৃত বাচ্চু রাজবংশীকে আগামী ৩ জুন তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।