25/04/2024 : 3:52 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানশক্তিগড়

শক্তিগড়ে বৃক্ষরোপণ কর্মসূচি

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, শক্তিগড়, ৬ জুন ২০২১:


পরিবেশকে বাঁচাতে, পরিবেশ দিবস উপলক্ষে  শক্তিগড় যুব গোষ্ঠী মাঠে কুড়িটি বৃক্ষ রোপন করা হলো। গোটা মাস জুড়ে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বর্তমানে পৃথিবীতে অক্সিজেনের অভাবে বহু মানুষ মারা যাচ্ছে; ঠিক একইভাবে আমাদের দেশ ভারতবর্ষে অক্সিজেনের হাহাকার হাহাকার দেখা দিয়েছে ।সেই অক্সিজেনের যোগান একমাত্র গাছ আমাদের দিতে পারে। তাই পরিবেশ কে বাঁচাতে  শক্তিগড় যুব গোষ্ঠী ক্লাব ও  অ্যাডভান্স ট্রেনিং একাডেমি এই উদ্যোগ গ্রহণ করছে। এই অনুষ্ঠানে হাজির ছিলেন শক্তিগড় যুব গোষ্ঠী ক্লাব এর সভাপতি শেখ রতন সম্পাদক শেখ কামরুজ্জামান ও অ্যাডভান্স ট্রেনিং একাডেমির কর্ণধার সৌরভ মল্লিক।

প্রসঙ্গগত উল্লেখ্য শক্তিগড় যুব গোষ্ঠী ক্লাব ও অ্যাডভান্স ট্রেনিং একাডেমির যৌথ প্রয়াসে যেমন লকডাউন উপলক্ষে সম্পূর্ণ বিনামূল্যে কমিউনিটি কিচেন পরিচালনা করছে ।

Related posts

বিজেপি জেলা সভাপতির গাড়িতে বোমা মারার অভিযোগ

E Zero Point

পাসপোর্টের জন্য ভুয়ো জন্ম সার্টিফিকেটঃ মেমারিতে গ্রেপ্তার ২

E Zero Point

মেমারিতে স্যান্টা এলো রাতের অন্ধকারে….দিনের আলোয় শিশুর হাসিখুশিতে

E Zero Point

মতামত দিন