25/04/2024 : 10:52 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি পৌরসভার ১৪ নং ওয়ার্ডে বৃক্ষ রোপন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি, ৬ জুন ২০২১:


মেমারি শহরের তৃণমূল যুব নেতা সৌরভ ঘোষ এর উদ্যোগে মেমারি শ্যামা কল্যাণ সংঘের সদস্যদের নিয়ে মেমারি চেকপোস্ট ও দীঘিরপাড়ের বেশ কিছুটা এলাকায় বৃক্ষ রোপনের মাধ্যমে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস ।
উপস্থিত ছিলেন মেমারি শহরের তৃণমূল যুব নেতা সৌরভ ঘোষ , ১৪ নং ওয়ার্ড প্রাক্তন কাউন্সিলর রণজিৎ বাগ , ক্লাবের সভাপতি রমেশ ঘোষ , সম্পাদক সঞ্জিব মাঝি, সহ ক্লাব এর অন্যান্য সদস্য অশেষ রায় , পঞ্চানন দুর্লভ,অনিল রজক, ওম প্রকাশ গুপ্তা, সহ অন্যান্যরা।

এই প্রসঙ্গে যুব নেতা সৌরভ ঘোষ জানান , আমরা এই মহামারী করোনা পরিস্থিতিতে দেখেছি মানুষ কে অক্সিজেন পিছনে ছুটতে আমরা বলতে চাই অতীতে মানুষ যদি এতো পরিমাণ গাছ নষ্ট না করত তাহলে আজ হয়তো মানুষ কে অক্সিজেন এর পিছনে ছুটতে হত না। আজ বিশ্ব পরিবেশ দিবসে আমাদের অঙ্গীকার করতে হবে আর নয় বৃক্ষছেদন।
আমাদের এবার পথে নেমে আরো বেশি বেশি বৃক্ষ রোপন করতে হবে। শেষে একটাই কথা বলি “দাও ফিরে সে অরন্য লও এ নগর”

Related posts

মেমারিতে কোটি টাকা আত্মসাৎকারী মহিলার স্বামী গ্রেপ্তার

E Zero Point

আগস্ট এর সাপ্তাহিক লকডাউনে আসানসোলে পুলিশ কার্যরত

E Zero Point

প্রাতঃভ্রমণে বেরিয়ে লরির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

E Zero Point

মতামত দিন